বিশ্ববিদ্যালয়ে ভর্তি - TopicsExpress



          

বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ বুয়েট ভর্তি পরীক্ষা ২০১৪-১৫ ████████████████ ☆পূর্ণাঙ্গ সার্কুলার☆ গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓ ❑আবেদন শুরুঃ ১৪ অক্টোবর, সকাল ১০:০০ টা থেকে। ❑আবেদন শেষঃ ২২ অক্টোবর, বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত। ❑ফি প্রদান শেষঃ ২৩ অক্টোবর, বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত। ❑E,T,S,R চিহ্নিত আবেদন জমাঃ ১৪ অক্টোবর, সকাল ১০:০০ টা থেকে ২৩ অক্টোবর, বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত। ❑ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থীদের তালিকা প্রকাশঃ ৩০ অক্টোবর। ❑ভর্তি পরীক্ষাঃ ২২ নভেম্বর। আবেদনের যোগ্যতাঃ ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓ ❑প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। ❑২০১১ বা ২০১২ সনের SSC/সমমান পরীক্ষায় ও ২০১৩ বা ২০১৪ সনের HSC/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ❑২০১০ সালের নভেম্বর বা তার পরে GCE O লেভেল ও ২০১৩ সালের নভেম্বর বা তার পরে GCE A সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। ❑প্রার্থীদের বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ মাদ্রাসা শিক্ষা বোর্ড /কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে 5.00 এর স্কেলে কমপক্ষে GPA 4.00 পেয়ে SSC/সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। ❑প্রার্থীদের বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ মাদ্রাসা শিক্ষা বোর্ড /কারিগরি শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়সমূহের প্রতিটিতে জিপি 5.00 পেয়ে এবং ইংরেজি ও বাংলায় মোট জিপি ন্যূনতম 9.00 পেয়ে HSC/সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। ভর্তি পরীক্ষার বিষয় সমূহঃ ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓ পাঁচ টি অনুষদের বিভিন্ন বিভাগের জন্য দুই টি গ্রুপে একই দিনে পরীক্ষা হবে। ✔গ্রুপ ক :- ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। ✔গ্রুপ খ :- ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। ❑গ্রুপ ক :- গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন। ❑গ্রুপ খ :- গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন এবং মুক্তহস্ত অংকন। পূর্ণমমানঃ ▓▓▓▓▓ ❑মডিউল A, গ্রুপ ক :- গণিত-২০০, পদার্থ বিজ্ঞান-২০০, রসায়ন-২০০ নম্বর। ✔মোট পূর্ণমান=৬০০ ❑মডিউলল B, গ্রুপ খ :- গণিত-২০০, পদার্থ বিজ্ঞান-২০০, রসায়ন-২০০, মুক্তহস্ত অংকন-৪০০ নম্বর। ✔মোট পূর্ণমান=১০০০ ✔প্রতিটি বিষয়ের সকল প্রশ্ন ও মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতি করা হবে। ✔কোন বিষয়ে MCQ Type প্রশ্ন থাকবে না। ✔মোবাইল, ইলেক্ট্রনিক যন্ত্র, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, স্কেল, সেট-স্কয়ার কম্পাস ও কোনো প্রকার ব্যাগ পরীক্ষা কক্ষে নেয়া যাবে না। অনুমোদিত ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে। আসন সংখ্যা ▓▓▓▓▓▓▓▓ ❑প্রকৌশল অনুষদ (চার বছর মেয়াদী) (১) কেমিকৌশল বিভাগ (Department of Chemical Engineering)-৬০ টি আসন। (২) বস্তু ও ধাতব কৌশল বিভাগ (Department of Materials and Metallurgical Engineering)-৫০ টি আসন। ❑পুরকৌশল অনুষদ (চার বছর মেয়াদী) (১) পুরকৌশল বিভাগ (Department of Civil Engineering)-১৯৫ টি আসন। (২) পানিসম্পদ কৌশল বিভাগ (Department of Water Resources Engineering)-৩০ টি আসন। ❑যন্ত্রকৌশল অনুষদ (চার বছর মেয়াদী) (১) যন্ত্রকৌশল বিভাগ (Department of Mechanical Engineering)-১৮০ টি আসন। (২) নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ (Department of Naval Architecture and Marine Engineering)-৫৫ টি আসন। (৩) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ(Department of Industrial and Production Engineering)-৩০ টি আসন। ❑তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনূষদ (চার বছর মেয়াদী) (১) তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ(Department of Electrical and Electronic Engineering)-১৯৫ টি আসন। (২) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (Department of Computer Science and Engineering)-১২০ টি আসন। ❑স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ (১) স্থাপত্য বিভাগ (পাঁচ বছর মেয়াদী) (Department of Architecture)-৫৫ টি আসন। (২) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (চার বছর মেয়াদী) (Department of Urban and Regional Planning)-৩০ আসন। অনলাইনে আবেদনঃ ▓▓▓▓▓▓▓▓▓▓▓ ❑ buet.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে এবং সদ্য তোলা রঙিন ছবি (আনুমানিক ৩০০x৩৫০ pixel ও সরবোচ্চ ৭৫ kb সাইজের) এবং স্বাক্ষর (আনুমানিক ৩০০x৮০ pixel সর্বোচ্চ ২০ kb সাইজের) .JPG- format আপলোড করতে হবে। ❑আবেদনের ফরম পূরণের পর Preview বাটনে ক্লিক করে পূরণকৃত ফরমটি যাচাইয়ের জন্য দেখা যাবে। কোনো তথ্য সংশোধন করতে হলে Update বাটনে ক্লিক করে edit করা যাবে। সকল তথ্য সঠিক হলে Submit বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্তভাবে Submit করতে হবে। ❑আবেদন সঠিকভাবে Submit হলে একটি Confirmation পেইজে ৫ (পাঁচ) ডিজিটের Application SerialNo. এবং প্রয়োজনীয় নির্দেশাবলি পাওয়া যাবে। ❑Confirmation পেইজের নীচে অবস্থিত Download Receipt of Application বাটনে ক্লিক করলে পূরণকৃত আবেদনের Receipt of Application এর PDF version টি পাওয়া যাবে। সেটা প্রীন্ট করে সংরক্ষণ করতে হবে। ❑কোনো কোনো আবেদনকারীর ক্ষেত্রে আবেদনপত্রে ও Receipt of Application - এ নিম্নে লিখিত কারণে E,T, S বা R চিহ্ন প্রদান করা হবে। E ► GCE O লেভেল GCE A লেভেল উত্তীর্ণদের ক্ষেত্রে। T ► ক্ষুদ্র জাতী গোষ্ঠী আবেদনকারীদের ক্ষেত্রে। S ► আবেদনকারীর প্রদত্ত তথ্য বোর্ডের তথ্যের সাথে মিল না হলে। R ► ক্ষুদ্র জাতী গোষ্ঠী আবেদনকারীদের প্রদত্ত তথ্য বোর্ডের তথ্যের সাথে মিল না হলে। (সৌজন্যেঃ facebook/ university.onuvob ) ❑যাদের Receipt of Application -এ E, T, S বা R চিহ্নযুক্ত থাকবে তাদের পূরণকৃত ফরম দুই কপি A4 সাইজের ৮০ গ্রাম (gsm) সাদা অফসেট কাগজে এক পিঠে প্রীন্ট করে (তিন পৃষ্ঠা) আনতে হবে। এবং এই প্রীন্টকৃত আবেদনের সাথে নিম্নে লিখিত পাঁচটি দলিল সংযুক্ত করে রেজিস্টার অফিসে নির্ধারিত তারিখের মধ্যে সরাসরি জমা দিতে হবে। ডাকযোগে গ্রহণযোগ্য নয়। দলিল পাঁচটিঃ (০১) এস.এস.সি/সমমানের সার্টিফিকেট/সনদপত্র ও গ্রেডশীট এর সত্যায়িত কপি। (০২) এইস.এস.সি/সমমানের সার্টিফিকেট/সনদপত্র ও গ্রেডশীট এর সত্যায়িত কপি। (০৩) প্রীন্টকৃত Money Receipt (০৪) প্রীন্টকৃত Receipt of Application এবং Application Form (০৫) ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের বাংলাদেশের নাগরিকত্ব এবং ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর প্রমাণ স্বরুপ কলেজের অধ্যক্ষ, স্থানীয় পৌরসভা/জেলা পরিষদ/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মোড়লের নিকট হতে সার্টিফিকেট দাখিল করতে হবে। আবেদন ফি প্রদানঃ ▓▓▓▓▓▓▓▓▓▓▓ ❑আবেদন ফি ক গ্রুপ-700 ও খ গ্রুপ-800 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ❑টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে যেয়ে টাইপ করুন BUET পাঁচ ডিজিটের Application No. এবং 16222 নম্বরে পাঠিয়ে দিন। উদাহরণঃ BUET 12345 ❑উপরের তথ্য সঠিক হলে ফিরতি SMS-এ আবেদনকারীর নাম,আবেদন ফি ও একটি ৮ (আট) ডিজিটের PIN জানিয়ে ফি প্রদানের সম্মতি চাওয়া হবে। ❑সম্মতি জানানোর জন্য BUETYES< Space>PIN টাইপ করে 16222 নম্বরে আরো একটি SMS করলে মোবাইল থেকে টাকা কেটে নিয়ে Confirmation SMS জানানো হবে। উদাহরণঃ BUET Yes 12345678 Money Receipt সংগ্রহঃ ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓ ❑আবেদন ফি সঠিকভাবে প্রদান করলে buet.ac.bd থেকে Download Money Receipt লিংকে ক্লিক করে টাকা গ্রহণের রশিদের PDF version ডাউনলোড করে প্রীন্ট করতে হবে। Admit Card সংগ্রহঃ ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓ ❑ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতাসম্পন্ন আবেদনকারীদের তালিকা প্রকাশ করার পর buet.ac.bd থেকে Download Admit Card লিংকে ক্লিক করে PDF version টি ডাউনলোডকরে A4 সাইজের সাদা কাগজে প্রীন্ট করে নিতে হবে। অনুমোদিত ক্যালকুলেটর সমূহঃ ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓ ►CANON►F200,F401,F402,F500,F501,F502 F601,F602,F604,F612,F720. ►CASIO►FX82,SUPER,FX82MS,FX100 MS,FX100 ES,FX100 ES PLUS ,FX115MS,FX570MS,FX570ES,FX570 ES PLUS,FX570W,FX911MS,FX911S,FX991D FX991ES FX991 ES PLUS,FX991H FX991MS,FX992S. ►SHARP►EL506L,EL506R,EL506V,EL509G,EL509L,EL509R,EL509V,EL510R,EL520G,EL520L,EL531GH,EL531LH,EL531P,EL531RH,EL531V,EL531 VB,EL531VH,EL546G,EL546L,EL546 R,EL546VA,EL553,EL556G,EL556L. ►TEXAS INSTRUMENTS►BA REAL ESTATE,BA35SOLAR,BAIIPLUS,TI 25STAT,TI 30 Challenger,TI 30X,TI 30XA,TI 30X SOLAR,TI-30XIIS,TI-30XIIB,TI 32 Xplorer PLUS,TI 34,TI 35X,TI 36 SOLAR,TI 36XSOLAR.
Posted on: Tue, 07 Oct 2014 01:38:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015