বিষয়টা এমন যে , যদি জামাত - TopicsExpress



          

বিষয়টা এমন যে , যদি জামাত শিবিরের লোকেরা যেনা - ব্যাভিচার , খুন , ধর্ষণ , পতিতাবৃত্তি , সুদ , ঘুষ , গান বাজনা , মদ পান ইত্যাদি যত অপরাধ ও পাপ আছে তার সবকিছু যদি করেও তবুও তাদের ব্যাপারে কিচ্ছু বলা যাবে না । (আমি বলছি না যে , তারা এর সব কিছুই করে । যদিও তারা হরতালের মধ্যে নিরীহ ও নির্দোষ সাধারন গাড়ি চালকদের হত্যা করেছে , দিগন্ত টিভির মাধ্যমে গান বাজনা , নাটক সিনেমা ও অন্যান্য অশ্লীলতার সবরকম প্রচার প্রসার তারা করেছে ।) তাদের কোন ভূল কাজের গঠনমূলক সমালোচনা করলেই তারা এসে বলবে যে , আপনি নাস্তিকদের দালাল , আপনি শাহাবাগী , কবর পূজারী , হাম্বালীগ , আপনার এই যোগ্যতা নেই , সেই যোগ্যতা নেই , হেন তেন , ইত্যাদি । আজকে তাদের কিছু বিভ্রান্তিকর কর্মকান্ডের গঠনমুলক সমালোচনা করে একটি পোষ্ট দেয়াতে তারা এসে এমনই কমেন্ট করেছে । তো আমি ফেবুতে জামাত শিবিরের সবচেয়ে জ্ঞ্যানি ভাইদেরকে বলবো যে , আপনাদের আমির জনাব মকবুল আহমাদের বারাক ওবামা ২য় বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার প্রতি প্রেরিত বক্তব্যের পর তিনি কি মুসলিম আছেন নাকি মুরতাদ কাফের হয়ে গেছেন ??? আল্লাহ আমাদের যাদেরকে কিছু কুরআন সুন্নাহর কিছুটা জ্ঞান দিয়েছেন তাদের কাছে এটা দিনের আলোর মতই পরিষ্কার যে , আপনাদের আমির তার এই বক্তব্যের কারনে একজন পরিষ্কার মুরতাদে পরিনত হয়েছে । যতক্ষন না সে তওবা করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে । জামাত শিবিরের ভাইরা , যদি আপনারা আল্লাহকে মানেন , যদি আপনারা আল্লাহকে ভয় করেন , যদি আপনারা ইসলামের আনুগত্যের জন্য দল করেন , তাহলে কুরআন ও হাদিছের সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে ও আপনাদের আমিরের বক্তব্য বিশ্লেষণ করে প্রমান করুন যে , আপনাদের আমির তার এই বক্তব্যের কারণে মুরতাদ হয় নি বরং মুসলিমই আছে । কুরআন হাদিছের দলিল ছাড়া কেউ কোন কথা বলবেন না । তার বক্তব্য হলো .... "মার্কিন যুক্তরাষ্ট্রে র প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী মি: বারাক ওবামা দ্বিতীয় বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। মি: বারাক ওবামার বিজয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে র জনগণের মত বাংলাদেশের জনগণও আনন্দিত। আমি আশা করি তার বিজয়ের ফলে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সূদৃঢ় হবে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সহ সকল ক্ষেত্রে পারস্পারিক সাহায্য- সহযোগিতা বৃদ্ধি পাবে। আমি আশা করি মিঃ বারাক ওবামা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার মননিবেশ করবেন এবং সন্ত্রাস বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন। আমি তার সুস্বাস্থ্য, সুখী, সুন্দর জীবন ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।" -বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমদ ।
Posted on: Wed, 18 Sep 2013 19:25:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015