বৃষ্টির ছোঁয়ায়তো আর মন - TopicsExpress



          

বৃষ্টির ছোঁয়ায়তো আর মন ভরেনা মন ভরাই কষ্টের নেশায়। শরীরের প্রত্যেকটি রক্ত ফোঁটায় আজ কষ্টের নেশা ! কষ্টেই আমার বেঁচে থাকা। আমি কষ্ট চাই ! আরো তীব্র যন্ত্রণা সুখে, তিলে তিলে শেষ হতে চাই। আমি যে এক কষ্টের মাতাল! হৃদয়ের প্রত্যেকটা প্রকোষ্ঠ যখন অবিরাম কষ্টের বর্ষণে- ভিজে প্রায় সিক্ত। ধমনী,শিরা-উপশিরা গুলো তীব্র কষ্টের নেশায় আসক্ত তখন ভালোবাসা নামক বৃষ্টির ছোঁয়ায় সত্যিই বড় ফ্যাকাসে - অর্থহীন অনুভূতি জাগায় । না,আমি নই আর বৃষ্টি বিলাসী, আমিতো কষ্ট ভালোবাসি, পারলে কিছু কষ্ট দাও, আমি ভিজে হব মাতাল। হুম..... আমিতো কষ্টের মাতাল ! #Feeling-koste-achi
Posted on: Wed, 10 Sep 2014 13:35:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015