রেঙ্কিং নয়, দেশের জয়-ই বড় - TopicsExpress



          

রেঙ্কিং নয়, দেশের জয়-ই বড় সাকিবের কাছে। গতকাল টেস্ট অলরাউন্ডার রেঙ্কিং এ ১ ধাপ নিচে নেমে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেছেঃ সাকিব - Ranking নিয়ে খুব বেশি ভাবি না।’টেস্ট ranking এর প্রতিদ্বন্দ্বীরা কোথায় কেমন খেলল, সেটা নিয়ে একদমই মাথা ঘামাই না। তারা তাদের খেলা খেলে, আমি আমার খেলা খেলি। দলে তাদের এক ধরনের ভূমিকা, আমার আরেক ধরনের ভূমিকা। কাজেই তাদের কেউ ভালো খেলে ফেললে “আমি কী করলাম! আমি কী করলাম!” বলে হা-হুতাশ করার কোনো কারণ দেখি না।... নিজে কিছু করে র‌্যাঙ্কিংয়ে ওপরে ওঠাটা আমি উপভোগ করি। তখন মনে হয়, ধারাবাহিকভাবে ভালো খেললে তো সব সময়ই শীর্ষে থাকা যায়! কিন্তু শীর্ষস্থান ধরে রাখার জন্য ভালো খেলতেই হবে, সে রকম কোনো বাড়তি টেনশন কাজ করে না আমার মধ্যে।আমি চাই ভালো খেলে নিজের দেশের জয় নিশ্চিত করতে। Ranking মাথায় রেখে আমি কিছু করি না। কাজেই এই ওঠানামাটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলে না।তাছাড়া প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের সমসংখ্যক ম্যাচ খেলতে হবে,যা হয়ে উঠেনা।
Posted on: Tue, 12 Aug 2014 04:46:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015