রোদে পোড়া দাগ থেকে - TopicsExpress



          

রোদে পোড়া দাগ থেকে মুক্তি !! রোদে পোড়া দাগ দূর করতে ত্বকের তামাটে পোড়া দাগটা নিয়ে দুশ্চিন্তা না করে একটু সময় বের করে যত্ন নিন। ১. বাইরে থেকে ফিরে ত্বকে বরফ ঘষুন অথবা ঠান্ডা পানির ঝাপটা দিন। ২. পাকা টমেটো অর্ধেক ভাগ করে কেটে পোড়া অংশে খানিকক্ষণ ম্যাসেজ করুন। ৩. চিনি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে ম্যাসেজ করা যেতে পারে। ৪. শশার রস মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ৫. টক দইয়ের সঙ্গে আমন্ড বাদামগুঁড়ো মিশিয়ে তা মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। যাঁদের একদমই সময় হয়ে ওঠে না, তাঁরা বাজার থেকে ক্যালামাইলিন লোশন কিনে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পোড়া ত্বকে লাগিয়ে নিন। পরবর্তী সময় আর ভুল নয়। কষ্ট হলেও ছাতা ও রোদ চশমাটা নিয়ে বাইরে বেরোন। সানস্ক্রিনের দরদাম নগরের বিভিন্ন বিপণি বিতানে ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন আপনার ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিনটি। বিপণিবিতানের পাশাপাশি ড্রাগ স্টোরগুলোতেও পাবেন সানস্ক্রিন। গার্নিয়ার সানস্ক্রিন লোশন পাবেন ১৮০ টাকায়, লেডি জায়না সানস্ক্রিন লোশন ও ক্রিম পাবেন ১৮০ টাকায়, জনসন সানস্ক্রিন ক্রিম লোশন (শিশুদের) পাবেন ৯৫০ টাকায়, সান ফর্মুলা ক্রিম ও লোশন ১১০০ টাকায়, ল্যাকমে লোশন ১৫০ টাকা, নিভিয়া সান ৩৫০ টাকা, স্টিভস সানব্লক ৩৫০ টাকায়, নিউট্রিজিনা (তেলমুক্ত) সানস্ক্রিন লোশন ৬৫০-৮০০ টাকা। ফান ইন সান ৫৬০ টাকা, হাওয়াইয়ান ট্রপিক ৬৫০ টাকা, সানস্ক্রিনযুক্তলিপবাম ১৫০-২০০ টাকা। লক্ষ করুন সানস্ক্রিনটির গায়ে মেয়াদ লেখা আছে কি না। ত্বকের ধরনটি দেখে নিন। এসপিএফ ৪০-এর বেশি যেন হয়। পূর্বে ব্যবহূত হয়েছে কি না বা সঠিক পরিমাণে আছে কি না। সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২২, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন
Posted on: Sat, 07 Sep 2013 02:50:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015