শুনলাম এবার যারা BAU তে - TopicsExpress



          

শুনলাম এবার যারা BAU তে ভর্তি হবে তাদের মধ্যে মেয়েদেরকে অনাবাসিক বলে ভর্তি করানো হবে । আমার মতে ভালই হইছে ...। কারন ছাত্রী হল গুলাতে ভর্তি হওয়ার পর যে পরিমানে কষ্ট করতে হয় তার চেয়ে বাইরের কোন হোস্টেল এ থাকাও ভাল । একটা রুম এ এতোগুলো মানুষ একসাথে থাকা , ঠিকমতো পড়াশুনা করা , বেড শেয়ার করা খুব ই কষ্টের । শুধু এখানেই না রুম পাওয়ার পর ও কিছু রুম এ উঠা নিয়েও ঝামেলা হয়। যেসব কারনে ঝামেলা হয় - ১। অনেক সময় আপুদের আগে থেকেই পছন্দ করা কিছু মেয়ে থাকে । সুতরাং অন্য কোন মেয়ের Allotment হলে আপুরা এমন একটা পরিবেশ তৈরি করেন যে যাতে ওই মেয়েটি ওই রুম এ উঠতে না পারে । ২। অনেকে বিভিন্ন পরিবেশ থেকে আসে । খাপ খাওয়াতে সময় লাগে । অনেকে কথা কম বলে । এটা নিয়ে অনেক সময় আপুরা রাগ করেন । কিন্তু ভাবেন না সমস্যা টা কি বা কোথায় ??? ৩। অনেকে আবার ভাবেন ওনার মতই ওনার রুমমেট হতে হবে । কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল সমান না । ৪।অনেকে থিসিস এবং পড়া শেষ হওয়ার পরও বছরের পর বছর রুম এ সীট দখল করে রাখেন নিজের সুবিধারথে।হয়ত উনি নয় মাসে ছয় মাসে একদিন থাকেন । আপনাদের সময় হয়ত সীট Available ছিল কিন্তু একটা মেয়ে কতদিন TV রুম এর পাশে এত শব্দে , শীতের মধ্যে Guest room এ flooring করে থাকতে পারে ?? গনরুমের কথা বাদ ই দিলাম। ৫। কোন কোন রুম এ নাকি আবার হিন্দু মেয়ে উঠাতে চায় না । খুব কষ্ট পাই এটা শুনলে । হিন্দু হইসে বলে কি আমরা , আমার বোন গুলা পাপ করছে ?? ৬।কেউ কেউ আবার নিজের পছন্দ মত হয়নি বলে বলেন যে এক মাসের বেশি ওই রুম এ থাকতে পারবে না । এক মাস পর যাতে অন্য রুম এ চলে যায়। কেন যে ওনারা এমন করেন আমি জানি না । আমি সবার কথা বলছি না । কিছু মানুষ আছে এমন করেন । যাই হোক আমাদের এই narrow mentality chng করা দরকার ... । ছোট মেয়ে গুলাকে নিজের আপন বোনের মতই না হয় ভাবলাম । বি . দ্র . - কারো গায়ে লাগলে মাফ করে দিবেন । এগুলা আমার দেখা , শুনা কিছু কথাই তুলে ধরলাম ।
Posted on: Sat, 13 Sep 2014 18:01:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015