হটাৎ করে চ্যানেল আই - TopicsExpress



          

হটাৎ করে চ্যানেল আই দেখছিলাম, MP দের মত শ্রদ্ধেয় ও সম্মানিত নির্বাচিত প্রতিনিধি তো দুরের কথা , কোন ব্যেক্তিত্ব সম্পন্ন সাধারণ মানুষও এই ধরনের ভালগার অভিনয় করে এবং অশুদ্ধ সুর-উচ্চারনে এই রোমান্টিক ও জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীতটিকে (পুরানো সেই দিনের কথা , ভুলবো কি রে হায় ) সবার সামনে রেপ করতেন না -- এমন একজন বিকৃত রুচীর TV উপস্থাপক, মিথ্যুক ও দুর্নীতিবাজ ও নীতিহীন রাজনৈতিক ও আমলা দের পৃষ্টপোষক কারী TV টক শো উপস্থাপক জিল্লুর রহমান, বি এন পির মিথ্যুক MP পাপিয়া ও মিল্লাত কে দিয়ে! ১৯৬৬-১৯৭২ সালের সাবেক সফল ছাত্র নেতা এবং ১৯৭৩ সালে আওয়ামী লীগ থেকে মাত্র ১ বার নির্বাচিত MP (পরে বার বার নির্বাচনে ফেল করেছেন), ১৯৭৮-৮০ সালে খুনী জিয়া থেকে টাকা ও সুবিধা নিয়ে তখন আওয়ামী লীগকে দ্বিখন্ডিত কারী বর্তমানে চরম আওয়ামী লীগ বিরোধী নুরে আলম সিদ্দিকীর (মানবতা বাদী বক্তব্যের) আবৃতির সাথে সঙ্গতিহীন রোমান্টিক দৃশ্যের চিত্রায়ন ও অভিনয় ও দেখলাম! বাহ জিল্লুর রহমান, বাহ জিল্লুর! বি এন পির সাবেক MP গাজী মো শাজাহানের অশুদ্ধ উচাচরনে গান শুনলাম! সারা জীবনে (৮০ বছরের) এক বারও জনগনের ভোট নির্বাচিত হতে পারেন নাই (এই ব্যাপারে রাজাকার গুরু গোলাম আজমের সাথে উনার হুবুহু মিল আছে), এমন সুবিধাবোধী রাজনৈতিক (জিয়া ও আওয়ামী লীগ থেকে সুবিধা গ্রহণ কারী), পরিবহন সেক্টরে চাদাবাজির জনক এবং সব দিক দিয়ে ব্যার্থ রাজনৈতিক - এক দলের এক নেতা মঞ্জরুল আহসানের গানও শুনালেন তীক্ষ্ণ আওয়ামী লীগ বিরোধী উপস্থাপক জিল্লুর রহমান! আর আমি যতক্ষণ ওই অনুষ্ঠানটি দেখলাম (রনি, পাপিয়া, ও অন্যান্য MP দের দের দেশাত্তবোধক গান থেকে শুরু করে, শেষ পর্যন্ত), শুধু আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক নেতা ও তাদের সন্তানদের পারফরমেন্স দেখলাম! বি এন পি রাজনৈতিক পরিবারের সন্তান, তীক্ষ্ণ আওয়ামী লীগ বিরোধী উপস্থাপক জিল্লুর চালিয়ে যাও! চালিয়ে যাও তোমার আওয়ামী লীগ বিরোধী মিশন, জিল্লুর রহমান! কিউরিয়াস মাইন্ড: খুব একটা কড়া কথা লিখতে চাচ্ছিলাম, মনে মনে বললাম । FB এ প্রকাশ্যে লিখলে আবার এই স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়া প্রচার করা হবে, “মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনদের বিরুদ্ধে (যদিও সত্য কথা) লেখে, এরা নব্য মোস্তাক, অতি আওয়ামী লীগার, ব্লা ব্লা.ব্ল়া ..”। তাই, কড়া কথাটা (যদিও সত্য কথা) লিখলাম না ।
Posted on: Fri, 18 Oct 2013 00:17:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015