২০১১ সালের মার্চেই - TopicsExpress



          

২০১১ সালের মার্চেই প্রশ্ন তুলেছিলাম, গ্রামীণ টেলিকম কী? গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্ক কী? গ্রামীণ টেলিকম যে গ্রামীণ ফোনের ৩৪% শেয়ারের মালিক তার ডিভিডেন্ডের হিসাব কিতাব কিভাবে হয়? সরকার যদিও এখনো এসব সম্পূর্ণভাবে উপস্থাপন করেনি, তবে সরকার সেপথেই এগুচ্ছে, এবং এপথ থেকে সরকার যেন না সরে। ।। আমি অন্য কোম্পানি নিয়ে অত চিন্তিত নই — কিন্তু গ্রামীণ ফোনের ৩৪% শেয়ারের মালিক ‘গ্রামীণ টেলিকম’এর সাথে গ্রামীণ ব্যাংকের কী সম্পর্ক? ওই বিশাল শেয়ার কার হবে? গ্রামীণ ফোনের ওয়েবসাইটে গ্রামীণ টেলিকমকে বলা হচ্ছে is a not-for-profit company and works in close collaboration with Grameen Bank. এই close collaborationএর মানে কী, কে জানে? গ্রামীণ টেলিকমের ওয়েবসাইটে কোথাও কোম্পানিটির কর্পোরেট কাঠামোর কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে a wholly-Owned non-profit Organization to provide phone service in rural areas as an income-generating activity for members of Grameen Bank wholly-Owned non-profit মানে কী, এটার মানে কী গ্রামীণ ব্যাংকের পূর্ণ মালিকানা? কে জানে? এই জটিল ধাঁধাঁগুলোর কোনো সমাধান শেষ পর্যন্ত হবে কি না? কিভাবে যে চলত গ্রামীণ ব্যাংক?।। pratyahikpath.wordpress/2013/05/28/%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A7%82%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF-%E0%A7%A8/
Posted on: Sun, 30 Jun 2013 08:31:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015