Ranch of River এর প্রতিষ্ঠার সময় - TopicsExpress



          

Ranch of River এর প্রতিষ্ঠার সময় থেকে আমার ধারনা ছিল অল্পসময়ের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন করতে পারবনা। তখন থেকে একটি সাইকেলের খোঁজে ছিলাম যাতে করে বাসা থেকে নিয়মিত খামারে আসতে পারি। নতুন সাইকেলের দাম শুনলে চিন্তায় পড়ে যেতাম মোটরবাইক কিনব নাকি সাইকেল কিনব! দামতো প্রায় একই! অবশেষে গত পরশু আমার কাকা প্রতিষ্ঠানের উপদেষ্ঠা মন্ডলীর সম্মানিত সদস্য মাজেদুল মূর্শেদ একটি সাইকেলের খোঁজ দেয়। পরবর্তিতে সাইকেল কিনে দুই চাচা ভাতিজা এক সাইকেলে বাড়ি ফিরলাম। গতকাল থেকে প্রতিদিন ২০ কি:মি: সাইকেলিং করছি। সাইকেল নিয়ে এই এই প্রথম এটাই ছিল আমার সবচেয়ে বেশি দুরত্বের পথ। বাল্যবন্ধু এবং বাঁদরামির সহযোগি Sharoar Hossain আমাকে নিখিল স্যারের পড়া ফাঁকি দিয়ে সাইকেল চালানোর ট্রেনিং দিত। বন্ধু আজ তোমার শিক্ষা আমার কাজে লাগল। সময় করে গুরু দক্ষিণা নিয়ে নিয়! প্রতিষ্ঠানের প্রথম যানবাহন নিয়ে বেশ উত্তেজনায় আছি। সাইকেলিং করতেও বেশ লাগছে। নিজেকে আধুনিকও মনে হচ্ছে।
Posted on: Thu, 31 Oct 2013 15:45:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015