WWE SMACKDOWN RESULTS(9/19/14) SPOILERS Dark match: *Kofi - TopicsExpress



          

WWE SMACKDOWN RESULTS(9/19/14) SPOILERS Dark match: *Kofi Kingston হারায় Tyler Breeze. *Sami Zayn and Adrian Neville হারিয়েছে The Ascension কে। Neville Red Arrow মেরে জিতে যায় Smackdown: *WWE Tag Team champion Jimmy Uso হারায় Stardust কে মেইন ইভেন্ট হবে Los Matadores & Big Show vs. The Wyatt Family এর মধ্যে। *WWE United States champion Sheamus & Dolph Ziggler হারায় The Miz & Cesaro কে। দেখা যায় যে আসলে মেইন ইভেন্ট হবে Rusev vs. Roman Reigns *Adam Rose হারায় Heath Slater কে। the Bunny Titus কে আক্রমন করলে Slater মনোযোগ হারায় ও হেরে যায়। *WWE Divas champion Paige হারায় Nikki Bella কে. AJ Lee এই সময় ringside এ commentary করছিল. সে title belt টি Paige কে দিতে অস্বীকৃতি জানায়, পরে Nikki দুইজনকেই মেরে ফেলে দেয়।. *The Wyatt Family হারায় Big Show & Los Matadores কে, Bray Wyatt তার ফিনিশার Sister Abigail মারে Matadores এর একজনকে ও জিতে যায়। *Bo Dallas হারায় Jack Swagger কে. Swagger আক্রমন করে Bo কে ম্যাচ শুরু করার আগে। পরে বো একটি প্রমো করে। *Roman Reigns হারায় Rusev কে DQ এর মাধ্যমে । Seth Rollins এসে ম্যাচ এ ইন্টারফেয়ার করে।সেথ ভুল করে রুসেভ কে briefcase দিয়ে মেরে দেয়.তারপর সেথ ও রোমান brawl করতে থাকে Rusev কে ফেলে রেখে। Mark Henry আসে ও Rusev এর সাথে হাতাহাতি হয়। Henry তাকে রিং এর বাইরে ফেলে দেয়। শো শেষ হয়।
Posted on: Thu, 18 Sep 2014 07:46:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015