♦অভিশাপ কেউ যদি গভীর - TopicsExpress



          

♦অভিশাপ কেউ যদি গভীর দুঃখবোধ থেকে কোনো অশুভ ইচ্ছা অবচেতন মনেও প্রকাশ করে ফেলে তবে সেই ইচ্ছাটা অভিশাপের প্রতিফলন ঘটে যেতে পারে। কিংবা কারো মনে অকারণে কেউ দুঃখ দিলে তার দুঃখ ক্ষোভ অশুভ ইচ্ছায় রূপান্তরিত হয়ে দুঃখদাতার ক্ষতি করতে পারে। তবে কিছু কিছু মানুষ আছে, যারা অতি তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে খুব চেঁচিয়ে চেঁচিয়ে অভিশাপ দেয়। যেমন- তুই আমার এই ক্ষতি করেছিস, কসম বলছি তোর সর্বনাশ হবে। তুই অমুখ অসুখে ভুগে পঙ্গু হয়ে যাবি। ইত্যাদি ইত্যাদি বলে হুমকি ধামকি দেয় এবং কান ঝালাপালা করা স্বভাবজাত সব গালি তো আছেই। এই প্রবণতাগুলো বিশেষ করে অশিক্ষিত কুশিক্ষিত লোকের মাঝেই বেশি দেখা যায়। ভয় নেই। এগুলি Killing instinct! বলা বাহুল্য এই ইচ্ছাগুলো চালান করে দিতে চাইলেই তা কিন্তু চালান হয়ে যায়না। কারণ, অসৎ অভিপ্রায় এবং বিনা অপরাধে শুধুমাত্র ইগো কিংবা হিংসাজাত অশুভ ইচ্ছা বুমেরাং হয়ে অভিসম্পাতকারির কাছেই ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে।
Posted on: Sat, 19 Jul 2014 12:17:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015