▓▓▓▒▒░░ ইসলাম এবং - TopicsExpress



          

▓▓▓▒▒░░ ইসলাম এবং কুরআনের ধ্বংস বা মৃত্যূ নেই ░░▒▒▓▓▓ বিসমিল্লাহির রাহমানির রহীম অর্থাৎ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ইসলাম এবং কুরআনের ধ্বংস বা মৃত্যূ নেই বা হতে পারে না অর্থাৎ Islam And Qur’an Can Not be Destroyed. মহান আল্লাহ বলেছেনঃ আমি স্বয়ং কুরআনকে (আমার বানী সম্বলিত) উপদেশ গ্রন্থ হিসাবে অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। ***সূরা হিজরঃ আয়াতঃ ১৫:৯। মহান আল্লাহ আরও বলেছেনঃ তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে; যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমুহের। নাযিল করেছেন তাওরত ও ইঞ্জিল, এ কিতাবের পূর্বে, মানুষের হেদায়েতের জন্যে এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই। ***সূরা ইমরানঃ আয়াতঃ ৩:৩-৫। মহান আল্লাহর সকল সৃষ্টির/মাখলূকের মৃত্যূ আছে এবং হবেই। কিন্তু, মহান আল্লাহর কূরআন মহান আল্লাহর সৃষ্টি/মাখলূক নয়। আল-কূরআন হল কালামূল্লাহ; যাহা মহান আল্লাহর বানী। আর মহান আল্লাহর বানীর মৃত্যূ নাই। কিয়ামতের আগে মহান আল্লাহ জিবরাঈল (আঃ) মারফত তার বানী ফিরিয়ে নিবেন। ঠিক যেভাবে অবতারন করেছিলেন। এবং ইসলাম হল মহান আল্লাহর প্রিয় দ্বীন। মহান আল্লাহর দ্বীন ইসলামেরও মৃত্যূ বা ধ্বংস নাই। মহান আল্লাহ বলেছেনঃ এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য। ***সূরা বাকারাহঃ আয়াতঃ ২:২। মহান আল্লাহ আরও বলেছেনঃ নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত। এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর। এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর। এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোন কথা রচনা করত, তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ। ***সূরা হাক্বক্বাহঃ আয়াতঃ ৬৯:৪০-৪৮। মহান আল্লাহ আরও বলেছেনঃ আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম, তবে অবশ্যই তারা বলত, এর আয়াতসমূহ পরিস্কার ভাষায় বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য যে, কিতাব অনারব ভাষায় আর রসূল আরবী ভাষী! বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয়, তাদের কানে আছে ছিপি, আর কোরআন তাদের জন্যে অন্ধত্ব। তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহবান করা হয়। ***সূরা হা-মীম সেজদাহঃ আয়াতঃ ৪১:৪৪। মহান আল্লাহ আরও বলেছেনঃ এমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। ***সূরা আশ-শূরাঃ আয়াতঃ ৪২:৭। মহান আল্লাহ আরও বলেছেনঃ এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ। বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে। আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন, সুস্পষ্ট আরবী ভাষায়। ***সূরা আশ-শোআরাঃ আয়াতঃ ২৬:১৯২-১৯৫। মহান আল্লাহ আরও বলেছেনঃ এমনিভাবেই আমি এ কোরআনকে আরবী ভাষায় নির্দেশরূপে অবতীর্ণ করেছি। যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন আপনার কাছে জ্ঞান পৌঁছার পর, তবে আল্লাহর কবল থেকে আপনার না কোন সাহায্যকারী আছে এবং না কোন রক্ষাকারী। ***সূরা রাদঃ আয়াতঃ ১৩:৩৭। মহান আল্লাহ আরও বলেছেনঃ আরবী ভাষায় এ কোরআন বক্রতামুক্ত, যাতে তারা সাবধান হয়ে চলে। ***সূরা যূমারঃ আয়াতঃ ৩৯:২৮। মহান আল্লাহ আরও বলেছেনঃ যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে, তারা অন্ধকারের মধ্যে মূক ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। ***সূরা আনআমঃ আয়াতঃ ৬:৩৯। Those who reject Our Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.) are deaf and dumb in darkness. Allah sends astray whom He wills and He guides on the Straight Path whom He wills.[6:39] মহান আল্লাহ আরও বলেছেনঃ আমি তাদের কাছে গ্রন্থ পৌছিয়েছি, যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা পথপ্রদর্শক এবং মুমিনদের জন্যে রহমত। ***সূরা আরাফঃ আয়াতঃ ৭:৫২। মহান আল্লাহ আরও বলেছেনঃ তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি, যখন তারা বললঃ আল্লাহ কোন মানুষের প্রতি কোন কিছু অবতীর্ণ করেননি। আপনি জিজ্ঞেস করুনঃ ঐ গ্রন্থ কে নাযিল করেছে, যা মূসা নিয়ে এসেছিল ? যা জ্যোতিবিশেষ এবং মানব মন্ডলীর জন্যে হোদায়েতস্বরূপ, যা তোমরা বিক্ষিপ্তপত্রে রেখে লোকদের জন্যে প্রকাশ করছ এবং বহুলাংশকে গোপন করছ। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেয়া হয়েছে, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতো না। আপনি বলে দিনঃ আল্লাহ নাযিল করেছেন। অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন। এ কোরআন এমন গ্রন্থ, যা আমি অবতীর্ন করেছি; বরকতময়, পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পাশ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার স্বীয় নামায সংরক্ষণ করে। ***সূরা আনআমঃ আয়াতঃ ৬:৯১-৯২। মহান আল্লাহ আরও বলেছেনঃ আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম। ”This day, I have perfected your religion for you, completed My Favour upon you, and have chosen for you Islam as your religion.” ***সূরা মায়েদাহঃ আয়াতঃ ৫:৩। অতএব, ইসলাম এবং কুরআনের ধ্বংস বা মৃত্যূ নেই বা হতে পারে না অর্থাৎ Islam And Qur’an Can Not be Destroyed.
Posted on: Mon, 01 Sep 2014 11:57:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015