কিতাবুয যাকাত :: সহিহ - TopicsExpress



          

কিতাবুয যাকাত :: সহিহ মুসলিম :: বই ৫ :: হাদিস ২৩১৮ হান্নাদ ইবন সারী (র)......আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আলী (রাঃ) ইয়ামান থেকে কিছু মাটি মিশ্রিত স্বর্ণ রাসুলুল্লাহ (সা) এর নিকট পাঠালেন । রাসুলুল্লাহ (সা) তা চারজন লোকের মধ্যে বন্টন করলেন । আকরা ইবন হাবিস হানযালী, উয়ায়না ইবন বাদর ফাযারী, আল কামা ইবন উলাসা আমিরী তিনি বনী কিলাবের একজন আর যায়দ আন খায়র তাঈ তিনি বনী নাবহানের একজন । আবু সাঈদ (রাঃ) বলেন, এতে কুরায়শারা ক্রোধান্বিত হয়ে পড়ল এবং বলল, তিনি নজদের সর্দারদের দিচ্ছেন আর আমাদের বাদ দিচ্ছেন । তখন রাসুলুল্লাহ (সা) বললেন, আমি তাদের মন আকৃষ্ট করার জন্যই তা করেছি । ইতিমধ্যে ঘনদাঁড়ি, ফোলাগাল কোটরাগত চোখ, উচু ললাট এবং মুড়িত মস্তক এক ব্যক্তি এসে বলল, হে মুহাম্মাদ! আল্লাহকে ভয় কর । রাবী বলেন, তখন রাসুলুল্লাহ (সা) বললেন, আমি যদি আল্লাহর নাফরমানী করি তবে তার আনুগত্য করবে কে? এ পৃথিবীর অধিবাসীদের ব্যাপারে আল্লাহ আমাকে বিশ্বাস করেছেন । অথচ তোমরা আমাকে বিশ্বাস করছ না । রাবী বলেন, এরপর লোকটি চলে গেল । তখন উপস্থিত সাহাযীদের একজন তাকে হত্যা করার অনুমতি চাইলেন, সম্ভবত তিনি খালিদ ইবন ওয়ালীদ (রাঃ) হবেন । রাসুলুল্লাহ (সা) বললেন, এ লোকটির বংশ থেকে এমন সষ্প্রদায় সৃষ্টি হরে যারা কুরআন পাঠ করবে কিন্তু কুরআন তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবেনা । তারা মূর্তি পূজকদের বাদ দিয়ে মুসলমানদের হত্যা করবে । তারাই ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে বেরিয়ে যায় তীর শিকার ভেদ করে । আমি যদি তাদের পাই তাহলে অবশ্যই আদ সম্প্রদায়ের মত তাদের হত্যা করতাম । -------------------------------------------------------------------------------- The Book of Zakat :: Muslim :: Book 5 :: Hadith 2318 Abu Said Khudri reported that Ali (Allah be pleased with him) sent some gold alloyed with dust to the Messenger of Allah (may peace be upon him), and the Messenger of Allah (may peace be upon him) distributed that among four men, al-Aqra b. Habis Hanzali and Uyaina b. Badr al-Fazari and Alqama b. Ulatha al-Amiri, then to one person of the tribe of Kilab and to Zaid al-Khair al-Tal, and then to one person of the tribe of Nabhan. Upon this the people of Quraish felt angry and said: He (the Holy Prophet) gave to the chiefs of Najd and ignored us. Upon this the Messenger of Allah (may peace be upon him) said: I have done it with a view to con- cillating them. Then there came a person with thick beard, prominent cheeks, deep sunken eyes and protruding forehead and shaven head. He said: Muhammad, fear Allah. Upon this the Messenger of Allah (may peace be upon him) said: If I disobey Allah, who would then obey Him? Have I not been (sent as the) most trustworthy among the people of the-world? -but you do not repose trust in me. That person then went back. A person among the people then sought permission (from the Holy Prophet) for his murder. According to some, it was Khalid b. Walid who sought the permission. Upon this the Messenger of Allah (may peace be upon him), said: From this very persons posterity there would arise people who would recite the Quran, but it would not go beyond their throat; they would kill the followers of Islam and would spare the idol-worshippers. They would glance through the teachings of Islam so hurriedly just as the arrow passes through the pray. If I were to ever find them I would kill them like Ad.
Posted on: Mon, 25 Nov 2013 15:17:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015