জবির ‘ডি’ ইউনিটের ভর্তি - TopicsExpress



          

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে প্রক্সিদাতাসহ ৭ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর বিভিন্ন কেন্দ্র থেকে পাঁচ পরীক্ষার্থী ও দুই প্রক্সিদাতাকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটক পরীক্ষার্থীরা হলেন, হাবিবুল্লাহ বাহার কেন্দ্র থেকে সাদিকুল ইসলাম (রোল নম্বর-১৪৩৫৮১৬), সেগুনবাগিচা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে জিয়াদ খান (রোল নম্বর-১৪৪২৬২০), বাংলাবাজার বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে আরিফ নেওয়াজ, সিদ্ধেস্বরী স্কুল অ্যান্ড কলেজ থেকে পলাশ মুন্সি ও বদরুন্নেছা মহিলা কলেজ কেন্দ্র থেকে রাকিবুল হাসান। এদেরকে মোবাইলে প্রশ্ন এবং উত্তরসহ আটক করা হয়। আটক পক্সিদাতারা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ভূইয়া পলাশ ও মাসুদ মুল্লা।এদেরকে কে এল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়।তারা দুই ছাত্রীর পক্সি হিসেবে পরীক্ষা দিচ্ছিলেন। আটকের পর তারা বলেন, ছাত্রলীগের বহিস্কৃত নেতা তরিকুল ইসলাম তাদেরকে পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন। আটককৃতদেরকে সুত্রাপুর, রমনা, চকবাজার ও পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। আটক শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম এক লাখ টাকার চুক্তিতে জিয়াদ খানকে এসএমএসের মাধ্যমে উত্তর সরবরাহ করেন। বিশ্ববিদালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মিঠু এক লাখ টাকার বিনিময়ে সাদিকুল ইসলামকে এসএমএসে উত্তর সরবরাহ করে। পলাশ মুন্সিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইকরাম খুদেবার্তায় উত্তর প্রদান করেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নুর মোহাম্মদ বলেন, আমরা ভর্তি পরীক্ষায় কঠোর সতর্কতা অবলম্বন করেছি। জালিয়াতির সঙ্গে জড়িত কারো ছাড় দেওয়া হয়নি। সবাইকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ বাদি হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের ১৯৮০ সালের ৪(৯)ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। পক্সিদাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে Ashraful Islam Akash
Posted on: Fri, 26 Sep 2014 14:22:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015