রাসুল সাঃ বলেন, - TopicsExpress



          

রাসুল সাঃ বলেন, মানুষের ইমামতি করবে সেই, যে কুরআন ভালো পড়ে। যদি কুরআন পড়ায় সকলে সমান হয়, তাহলে যে সুন্নাহ (হাদিস) বেশি জানে। যদি সুন্নায়ও সমান হয়, তা হলে যে প্রথমে হিযরত করেছে সে। যদি হিযরতেও সমান হয়, তাহলে যে বয়সে বেশি। কোন ব্যক্তি যেন অপর ব্যক্তির অধিকার ও ক্ষমতাস্থলে ইমামতি না করে এবং তার বাড়িতে তার সম্মানের স্থলে না বসে তার অনুমতি ব্যাতীত। [মুসলিম] মহান আল্লাহ তায়ালা আমাদের কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের তাওফীক দান করুন-আমীন।
Posted on: Thu, 01 Jan 2015 07:34:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015