শেখ হাসিনা তার - TopicsExpress



          

শেখ হাসিনা তার নিজের ছেলেকে নিজের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা করে মাসে বেতন দিচ্ছে ২ লাখ ডলার বা ১ কোটি ৬০ লক্ষ টাকা! জয়ের যোগ্যতা কী? ১৪ জুন ১৯৯৮ তারিখে জয় টেক্সাসের টারান্ট কাউন্টিতে অবৈধ অস্ত্র রাখা, মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়। অভিযোগ প্রমানিত হবার কারণে তাকে ১২০ দিন কারাবাস শেষে দুই বছরের প্রোবেশনে থাকতে হয় এবং ৫০০ ডলার জরিমানা দিতে হয়। এখানেই শেষ নয়। ১৯ মার্চ ২০০০, ভার্জিনিয়ার ফেয়ারপ্যাক্স কাউন্টিতে জয় আবারো গ্রেফতার হয়। বিচারে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে ৩০ দিনের সাসপেন্ডেড কারাবাস সঙ্গে ১২ মাসের প্রোবেশন দেয়, সেইসাথে করা হয় ৪০০ ডলার জরিমানা। এরপর ২৯ এপ্রিল ২০০১, ভার্জিনিয়ার রাপাহ্যানোক কাউন্টিতে এবং ২০ মে ২০০৪, আরলিংটন কাউন্টিতে আবারো জয়কে বেপরোয়াভাবে গাড়ি চলানোর দায়ে অভিযুক্ত করা হয়। দুইবারই তাকে জরিমানা গুনতে হয়েছে। সর্বশেষ ৬ ফেব্রুয়ারি ২০০৬, ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে জয়কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং বেআইনিভাবে রাডার ডিটেকটর সঙ্গে রাখার অভিযোগ আনা হয়। সাজা হয় একদিনের হাজতবাস এবং জরিমানা। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মূদ্রার অপচয় করে একজন দাগী অপরাধীকে কেন এত বেতন দিয়ে পুষতে হবে? জয়ের অপরাধ ও শাস্তির প্রমান: youtu.be/WX-ugZ2VSpo
Posted on: Wed, 15 Oct 2014 17:04:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015