২০১৪ সালে - TopicsExpress



          

২০১৪ সালে রসায়নবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরষ্কার পেলেন ৩ বিজ্ঞানী।তারা হলেন- Stefan W. Hell, Eric Betzig এবং William E. Moerner. Fluorescence Microscopy এর ব্যাপক উন্নতি সাধনের জন্য তারা এই পুরষ্কার পান। নোবেল কমিটি আশাপ্রকাশ করেন, তাঁদের এই আবিষ্কার- চিকিৎসাবিজ্ঞান ও অন্যান্য গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। সংক্ষিপ্ত বিবরন: Stefan W. Hell: জন্ম: Stefan W. Hell, ১৯৬২ সালে- রোমানিয়ায় জন্মগ্রহণ করেন। বর্তমান কর্মস্থল: Max Planck Institute for Biophysical Chemistry, Göttingen, Germany. এবং German Cancer Research Center, Heidelberg, Germany. গবেষণার ক্ষেত্র: ভৌত রসায়ন (physical chemistry) Eric Betzig: জন্ম: ১৯৬০ সালে যুক্তরাস্ট্রে জন্মগ্রহন করেন। বর্তমান কর্মস্থল : Janelia Research Campus, Howard Hughes Medical Institute, Ashburn, VA, USA. গবেষনার ক্ষেত্র: ভৌত রসায়ন (physical chemistry) William E. Moerner: জন্ম: 1953 সালে। বর্তমান কর্মস্থল: Stanford University, Stanford, CA, USA. গবেষণার ক্ষেত্র: ভৌত রসায়ন (physical chemistry) ছবিতে- Please like, comment or share it and give us feedback. Thanks for stay us. Posted by Admin Apurba Kumar
Posted on: Sun, 12 Oct 2014 11:17:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015