২০১৫ সালের এসএসসি - TopicsExpress



          

২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি কম্পিউটার শিক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর অধ্যায়-৭ ১. কম্পিউটারের ভাষায় উপাত্ত কী? ক. কাঁচামাল খ. প্রোগ্রাম গ. শব্দ ঘ. বাক্য ২. ডেটাবেজের ক্ষুদ্রতম একক কোনটি? ক. বিট খ. বাইট গ. রেকর্ড ঘ. ফিল্ড ৩. কম্পিউটার যা নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একক— ক. উপাত্ত খ. ফিল্ড গ. রেকর্ড ঘ. ফাইল ৪. ডেটাবেজের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ— ক. ডাটা খ. ফিল্ড গ. তথ্য ঘ. রেকর্ড ৫. Data শব্দটি কোন শব্দের বহুবচন? ক. Datas খ. Dataes গ. Datums ঘ. Datum ৬. নিচের কোন ধারাটি সঠিক অনুক্রম? ক. ডেটাবেজ < রেকর্ড < ফাইল < ফিল্ড খ. রেকর্ড < ফিল্ড < ফাইল < ডেটাবেজ গ. ফিল্ড < রেকর্ড < ফাইল < ডেটাবেজ ঘ. ফাইল < রেকর্ড < ফিল্ড < ডেটাবেজ ৭. সহজ কথায় ডেটাবেজ বলতে বুঝি? ক. তথ্য ইনপুট খ. তথ্য আউটপুট গ. তথ্য প্রদর্শন ঘ. তথ্য বিন্যাস ৮. ডেটাবেজ ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়? ক. ডেটাবেজ বিভিন্নভাবে সাজানো খ. ডেটাবেজকে নামকরণ করা গ. ডাটা এন্ট্রি ঘ. নতুন ডাটা অন্তর্ভুক্ত ৯. সাধারণ ডেটাবেজে কয়টি ফাইল থাকে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি ১০. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা— ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি ১১. কোনটি ডেটাবেজ প্রোগ্রাম— ক. QBasic খ. Excel গ. Word Perfect ঘ. Foxpro ১২. মাইক্রো কম্পিউটারের আদর্শ ডেটাবেজ সফটওয়ার হচ্ছে— ক. এক্সেল খ. এক্সেস গ. ডিবেজ ঘ. ওরাকল ১৩. মেইনফ্রেম কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহূত ডেটাবেজ প্রোগ্রাম কোনটি? ক. ওরাকল খ. ডিবেজ গ. ফাইল মেকার প্রো ঘ. ফক্সপ্রো ১৪. ডেটাবেজ প্রোগ্রাম হলো— i. MS-Access ii. Oracle iii. MS-Foxpro নিচের কোনটি সঠিক? ক. i খ. iii গ. iiও iii ঘ. i, ii ও iii ১৫. তথ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা হয় — ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম খ. স্প্র্রেডসিট প্রোগ্রাম গ. ডেটাবেজ প্রোগ্রাম ঘ. বেসিক প্রোগ্রাম ১৬. ডেটাবেজ প্রোগ্রামে সর্টিংয়ের মাধ্যমে কী করা হয়? ক. তথ্য ইনপুট দেওয়া হয় খ. তথ্য মুছে ফেলা হয় গ. তথ্য বাছাই করা হয় ঘ. তথ্য প্রদর্শন করা হয় ১৭. ডেটাবেজের ফিল্ড কিসের বৈশিষ্ট্য নির্দেশ করে? ক. ডাটা খ. রিপোর্ট গ. মাউস ঘ. ফাইল ১৮. ডেটাবেজের হেডিংগুলো কী নামে পরিচিত? ক. প্রাইমারি কী খ. সেকেন্ডারি কী গ. রেকর্ড ঘ. ফিল্ড ১৯. রেকর্ড হলো— ক. ফিল্ডের সমষ্টি খ. তথ্যের সমষ্টি গ. ফাইলের সমষ্টি ঘ. ডেটাবেজের সমষ্টি ২০. রেকর্ড হলো কিছু—এর সমষ্টি। ক. ফিল্ড খ. ফাইল গ. ডেটাবেজ ঘ. অক্ষর ২১. ডেটাবেজের রেকর্ড সংখ্যা কত? ক. ২টি খ. ৪টি গ. ৮টি ঘ. অসংখ্য ২২. একটি রেকর্ডে ফিল্ড থাকতে পারে— ক. ১টি খ. ২টি গ. ৪টি ঘ. একের অধিক ২৩. ফাইল কিসের সমষ্টি? ক. রেকর্ডের সমষ্টি খ. ফিল্ডের সমষ্টি গ. উপাত্তের সমষ্টি ঘ. তথ্যের সমষ্টি ২৪. কোন একটি এনটিটির অ্যাট্রিবিউটগুল োর সমষ্টিকে বলে— ক. ডাটা খ. রেকর্ড গ. ফাইল ঘ. রিপোর্ট ২৫. বর্ণ বা সংখ্যার অনুক্রম হিসাবে তথ্য বাছাইকে বলে— ক. Arrange খ. Search গ. Sort ঘ. Distribution ২৬. এক্সেস ডাটাবেজ প্রোগ্রামে কত প্রকার ডাটা টাইপ রয়েছে? ক. ৫ প্রকার খ. ৭ প্রকার গ. ৯ প্রকার ঘ. ১০ প্রকার ২৭. Address কোন ধরনের ডাটা টাইপ — ক. Number খ. Curency গ. Text ঘ. Date ২৮. ১০ জানুয়ারি কোন ধরনের ডাটা? ক. Date/Time খ. Currency গ. Num ঘ. Object ২৯. Currency ধরনের ডাটা কী সম্পর্কে হয়ে থাকে? ক. সংখ্যা বদলানো সম্পর্কে খ. সময় ও তারিখ সম্পর্কে গ. অক্ষর সম্পর্কে ঘ. মুদ্রা সম্পর্কে ৩০. ডেটাবেজের ডাটা টাইপ— i. Text ii. Logical iii. Object নিচের কোনটি সঠিক? ক. i খ. iii গ. iiও iii ঘ. i, ii ও iii ৩১. ডেটাবেজে লজিক্যাল ফিল্ডের Width কত? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ ৩২. যে ডাটা এন্ট্রির ক্ষেত্রে Yes/ No ব্যবহার করলেই চলে তাকে কী ধরনের ডাটা বলে? ক. লজিক্যাল খ. মেমো গ. টেক্সট ঘ. গাণিতিক। সঠিক উত্তর: অধ্যায়-৭ ১. ক ২. ঘ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ঘ ৩০. ঘ ৩১. ক ৩২. ক।
Posted on: Sun, 14 Dec 2014 14:30:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015