1 বাংলাদেশে প্রথম মহিলা - TopicsExpress



          

1 বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টটিউট স্থাপিত হয় A. ১৯৫৮ সালে B. ১৯৮৬ সালে C. ১৯৯৫ সালে D. ১৯৯৬ সালে সঠিক উত্তর: (A) ১৯৫৮ সালে 2 বাংলাদেশ কখন বিশ্ববাণিজ্য সংস্থার (WTO) সদস্যপদ লাভ করে? A. জানুয়ারি ১৯৯৪ B. জানুয়ারি ১৯৯৫ C. জানুয়ারি ১৯৯৩ D. জানুয়ারি ১৯৯৬ সঠিক উত্তর: (B) জানুয়ারি ১৯৯৫ 3 ড.মুহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয়? A. ক্ষুদ্রঋণে B. দারিদ্র্য দূরীকরণে C. শান্তিতে D. অর্থনীতিতে সঠিক উত্তর: (C) শান্তিতে 4 ‘আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন’- গানটির রচরিতা A. গাজী মাজহারুল আনোয়ার B. খান আতাউর রহমান C. মোহাম্মদ মনিরুজ্জামান D. মোহাম্মদ রফিকুজ্জামান সঠিক উত্তর: (C) মোহাম্মদ মনিরুজ্জামান 5 বাংলাদেশের কোন উপজাতির পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক? A. গারো B. মারমা C. সাঁওতাল D. খাসিয়া সঠিক উত্তর: (B) মারমা 6 স্যার পি জে হার্টপ ইন্টারন্যাশনাল হল অবস্থিত A. অক্সফোর্ড ইউসুফ আলী B. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে C. কলকাতা বিশ্ববিদ্যালয়ে D. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তর: (D) ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন A. অধ্যাপক ইউসুফ আলী B. কামারুজ্জামান C. তাজউদ্দিন আহমেদ D. ক্যাপ্টেন মনসুর আলী সঠিক উত্তর: (D) ক্যাপ্টেন মনসুর আলী 8 কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন? A. আজাদ B. সওগাত C. নবযুগ D. ধূমকেতু সঠিক উত্তর: (C) নবযুগ 9 বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় A. ৪০০ ডলারের নীচে B. ৪৫০ ডলারের নীচে C. ৫০০ ডলারের নীচে D. কোনটিই নয় সঠিক উত্তর: (D) কোনটিই নয় 10 বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম A. পার্লামেন্ট B. এ্যাসেম্বলি C. ন্যাশনাল এ্যাসেম্বলি D. হাউজ অব দ্য নেশন সঠিক উত্তর: (D) হাউজ অব দ্য নেশন 11 ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে সর্বনিম্ন করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে A. এক লক্ষ টাকা B. এক লক্ষ ২০ হাজার টাকা C. এক লক্ষ ৬৫ হাজার টাকা D. এক লক্ষ ৮০ হাজার টাকা সঠিক উত্তর: (C) এক লক্ষ ৬৫ হাজার টাকা 12 মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কতজন নারীকে’বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? A. দুই জন B. তিন জন C. চার জন D. পাঁচ জন সঠিক উত্তর: (A) দুই জন 13 বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়- A. ১৯৯৫ সালে B. ১৯৫৬ সালে C. ১৯৫৭ সালে D. ১৯৫৮ সালে সঠিক উত্তর: (A) ১৯৯৫ সালে 14 কোনটি ভুল?j A. BANSDOC: Bangladesh Scientific and Technical Documentation Center B. BCSIR: Bangladesh Cultural Scientific and Industrial Research C. GIS: Geographical Information System D. ECNEC: Executive Committee of the Notional Economic Council সঠিক উত্তর: (B) BCSIR: Bangladesh Cultural Scientific and Industrial Research 15 বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন- A. কামরুল হাসান B. এ এন সাহা C. আবদুর রউফ D. মোহাম্মদ কিবরিয়া সঠিক উত্তর: (B) এ এন সাহা 16 ‘আমার সোনার বাংলা’ গানের কটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে? A. প্রথম চারটি B. প্রথম নয়টি C. প্রথম দশটি D. প্রথম বারোটি সঠিক উত্তর: (C) Like : ASN Online School প্রথম দশটি যদি কোন বন্ধুর এই পোস্ট পড়ার ধর্য্য না থাকে অথাবা ব্যস্ততার জন্য পড়তে না পারেন অথবা পড়ে পড়তে চান. অথবা খাতায় লিখে রাখা সম্ভব না হয় ... তাহলে শেয়ার করে আপনার ফেইসবুক টাইমলাইনে পোস্টের লিংক সেইভ রাখুন সময় পেলে একটু একটু করে পড়ে নিবেন. বা দেখে নিবেন। ...
Posted on: Fri, 19 Dec 2014 11:55:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015