He felt that his whole life was some kind of dream and he - TopicsExpress



          

He felt that his whole life was some kind of dream and he sometimes wondered whose it was and whether they were enjoying it. Douglas Adams আঘ্রাণে! প্রাচ্য দিবা ==== তখন আম পড়তো ঘনঘন ঝড়ে; তখন বন্যার পর বন্যা হলেও করতাম উপভোগ মাছ যেমন করে; তখন আমি ছোট ছিলাম। তখনো হইনি বড়ো আমি অন্য কারো মতো যেমন এখনো; রংধনু আঁকতো বাঁক দূর আকাশে রেখে যেতো স্থিরচিত্র মনের ছোট্ট আকাশে; আজ বা আর কোনোদিনের না-ছোট জীবনের বর্ষণবঞ্চিত খাঁখাঁ মরুভূর জনহীন পতিত জমিনে; বড়ো হয়ে গেলো যারা আদাজল খেয়ে কী করে বোঝাই, কখনো ছিলো ছোট সবাই আম কুড়ানির সেসব ঝড়ো দিনে! ঝড়বৃষ্টি মেঘ-ভাঙ্গা রোদে চেপে দেশ-দেশান্তরে ভবঘুরে হয়েও যখন সব আনন্দ পৌষ-পাবনে মনে না পড়লেও লুকানো আমগুলো কোথাও লুকিয়ে আনতে- সেদিন দেখি ফলবতী বৃক্ষ এক হাতছানি! অথচ বোঝেনি, এখন সবার ছোটবেলা ঝড়হীন বাজারে অপ্রাকৃত আস্বাদে বড়ো চটচটে নগদ লোভে বেচাকেনা যৌবনে! আজো বয় সেই ঝড়োহাওয়া ছোটবেলার বয়েস ছাড়িয়ে কীসের আঘ্রাণে? -------
Posted on: Fri, 25 Apr 2014 11:04:28 +0000

Recently Viewed Topics




© 2015