Oh ! What a day it was !! With the mixture of desperations and - TopicsExpress



          

Oh ! What a day it was !! With the mixture of desperations and charms,it was really a day of fun today... :) এমন এক বিখ্যাত জায়গায় গিয়েছিলাম আজকে(well,বিখ্যাত is the wrong word,bt এটা দিয়েই কাম চালায় নিই) যেটা বিশেষত আমাদের কলেজের সব ছেলেরই কোন না কোন সময়ের বর্তমান বা আগামী সম্ভাব্য গন্তব্য। এমন একটা জায়গা যেখানে ওই মূহুর্তে আমাদের চেনাজানা কেউ আমাদের দেখলে নিশ্চয়ই অবাক হয়ে বা ভনিতা করে ১০-১২হাত লাফিয়ে চেচিয়ে উঠত, আরে তোরা ? এখানে ? এখন ? এখানে কোথায় আসছিস,কি করতে আসছিস ? । জায়গাটা তাদের বাপের-চাচার-মামার-খালুর যারই হোক না কেন,সেখানে আমাদের পদার্পন যতই unexpected হোক না কেন,সত্য তো হল এই যে আমরা সেখানে আসলেই গিয়েছি,স্বশরীরেই গিয়েছি... এত Dramatically না বললেও পারতাম। :v জায়গা তো জায়গা,তাতে আবার এত কিসের আজাইরা নাটক ! কিছুই না। মজা নিলাম একটু আর কি ! যাই হোক,আমরা,মানে আমি আর আদিব( #Adib_Al_Hamim ,কেউ নাম দেখে Heart Attack করলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা) মিলে গিয়েছিলাম বেইলী রোড। আল্লাহর ইচ্ছায় যেই HSC পরীক্ষার জন্য Test exam এ promote হইছি সেটা দিতে আমাদের সবাইকেই তো সেখানে যেতেই হবে,তাই সেখানে যাওয়ার কথা শুনে আমাদেরকে কেউ আতেল সম্প্রদায় থেকে বেইলী-পার্টি সম্প্রদায়ে ফেলে দিস না। আমাদেরকে আতেল,ক্ষ্যাত ইত্যাদি সম্প্রদায়েই রাখ,এসবই থাকা ভাল আমাদের জন্য। তো Point এ আসি। বেশ হণ্টনভ্রমন হইল আজকে। Credit of this plan definitely goes to Adib. মতিঝিল-সিদ্ধেশ্বরী-রমনা,বেশ লম্বা Trip. ভালই লাগল,অনেকদিন পর এমন আনন্দময় কিছু সময় কাটল। দিনশেষে দুঃখ শুধু একটাই,বুমার্স ক্যাফে তে Wifi টা Connect করতে পারলাম না। সেই দুঃখ মনে নিয়ে চলে আসলাম বেইলী রোড থেকে মতিঝিলে। তবে শাহ চন্দ্রপুরীর চিকেন গ্রিল সব দুঃখ নিমিষে উধাও করে দিল। So overall,it was really a great day. কিছু Seasonal বাঙ্গালী এখানে বাংলা-ইংরেজীর অপমিশ্রন দেখে Mind করতে পারেন,অনেকের মনে আমার পশ্চাতে পদাঘাতও করার ইচ্ছা জাগতে পারে। But no matter,সবার সব ইচ্ছা তো আর পূরণ হয়না... :p :p
Posted on: Fri, 12 Dec 2014 15:11:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015