আমার ভাগ্নি, প্লে গ্রুপ এ - TopicsExpress



          

আমার ভাগ্নি, প্লে গ্রুপ এ পড়ে। ওকে স্কুলে নেয়ার সুবাদে আপুকে প্রতিদিনই দু ঘন্টা করে বসে থাকতে হয় গার্জিয়ানদের নির্ধারিত চেয়ারে। তো অবজারভেশনটা আপুই করল.. ওখানে বড় ক্লাসের বাচ্চাগুলি সমানে গার্জিয়ানদের সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকে,ইভেনকি তাদের চোখে মুখেও তেমন কোন রেসপেক্টা দেখা যায় না (কারন এখন আধুনিক সময় সবাই ডোনট মাইন্ড টাইপের!!?) গার্জিয়ান তো গেল আরও হল তাদেরকে তাদের টিচারদেরকেও ক্লাসের বাইরে সালাম আদাব দিতে দেখা যায় না (কারন আধুনিক সময়ে টিচারাও বন্ধুর মত )। তারপর পিচ্চি পিচ্চি ক্লাসের মেয়েগুলা স্কুল ড্রেসের সাথে যেভাবে গেটাপ মেরে আসে সেটা তাদের ড্রেসের সাথে একেবারেই বেমানান!! আর বেশিরভাগ ছেলেগুলার হাবভাব এমন যেন তারা এ বছরই গ্রেজুয়েশন কমপ্লিট দিবে!! এই হল অবস্হা!! এটা শুধু জেলা শহরে এই স্কুলের চিত্র না,বেশিরভাগ ক্ষেত্রেই এমন্ট টা কিন্তু হচ্ছে। এখন কথা হল, এইগুলা সবই কিন্তু মূল্যবোধ আর শিষ্টচারের সাথে জড়িত।এসব ছোট খাট ব্যাপারগুলো ,আদব কায়দা গুলো যদি আমরা আধুনিক সময়ে এসে বাচ্চাদের ঘরে আর স্কুলে শেখাতে ভুল করি তাহলেই ভবিষ্যতে ভালো কিছু আশা করাটাই অস্বাভাবিক হবে।এত্ত এত মাদকের সমাচার, মেয়ের হাতে বাবা মা খুন,প্রেমের অহড়হ নোংড়া রুপ,আরও ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো কমানোর আসল জায়গা কিন্তু পরিবার আর স্কুলের গন্ডিটাইই। আমরা যতই ব্যাস্ত আধুনিক হতে থাকিনা কেন শ্রদ্ধাবোধ ,শাষন,মার্জিত বন্ধুত্ব, ছোটখাট আদবকায়দা আর শিষ্টাচারগুলা যথাজায়গায় যথাসময়ে দেয়া খুবই খুবই দরকার।। . . gontobbohin pothik
Posted on: Mon, 23 Sep 2013 09:45:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015