খবর দেখার সময় সাধারনতঃ - TopicsExpress



          

খবর দেখার সময় সাধারনতঃ আমার মেয়েও আমার সাথে খবর দেখে। ইদানিং সিরিয়াসলি ভাবছি, খবর দেখা বন্ধ করে দিতে হবে। কারন মেয়ে এখন আস্তে আস্তে অনেক কথাই বুঝতে শিখছে (আলহামদুলিল্লাহ)। সে যখন আরো বুঝতে শিখবে, তারপর খবরে দেখবে খালি দুনিয়ার সব খারাপ খবর, এই দেশে মারামারি, ঐ দেশে কাটাকাটি, সবাই খালি হয় মরছে, অথবা মারছে, জীবন সম্পর্কে, দুনিয়াদারী সম্পর্কে মেয়ের চিন্তাভাবনা-দৃষ্টিভংগী নেগেটিভ হয়ে যেতে পারে। ছোটবেলায় লেখা আমার গল্পগুলো পড়ে কবি আল মাহমুদ বলেছিলেন, এত ছোট থাকতে এমন কষ্ট আর দুঃখ নিয়ে লেখালেখি লেখিকার দৃষ্টিভংগীকে সীমাবন্ধ করে ফেলতে পারে। -কবির এই কমেন্টের মর্মার্থ তখন বুঝিনি। কিন্তু এখন যখন মেয়েকে নিয়ে খবর দেখতে বসি, বার বার সেই কমেন্টের কথা মনে হয়। কিন্তু তারপর আবার নিজেই চিন্তা করি, দুনিয়াতে কী হচ্ছে না হচ্ছে, তা যতই খারাপ হোক না কেনো, মেয়ের জানার দরকার আছে। আমি চাইনা মেয়েটা একটা ফার্মের খাঁচার ভিতর বেড়ে উঠুক, যেখানে দুনিয়া শুধুই সুন্দর, আদর আর সোহাগে ভরা। কিন্তু তারপর চিন্তা করি, আমি বড় হয়েও খবর দেখে আপসেট হয়ে যাই, আমার মেয়েটা এত্ত ছোট্ট, তার ছোট্ট মাথার জন্য এসব খবর একটু বেশীই হয়ে যাবে। মেয়েকে নিয়ে খবর দেখার সময় আসলে ব্যালেন্স করে দেখতে হবে। কী অদ্ভুত দুনিয়ায় বসবাস করি আমরা! বাচ্চাকে নিয়ে যে খবর দেখবো, সে অবস্থাও নাই এখন। আজকাল আমার খালি মনে হয়, global warming এর সাথে সাথে মানুষজনের মেজাজ-বুদ্ধি-শুদ্ধির warming-ও ক্রনিকহারে বাড়ছে! হয় মরছে, অথবা মারছে, এক ব্যাড়াছেড়া বিতিকিচ্ছিরি কাটাকাটি মারামারি অবস্থা পুরা দুনিয়া জুড়ে! আমি তাই global warming এর পরিবর্তে পৃথিবীর মানুষজনের মেজাজের তাপমাত্রার ক্রমবর্ধমান প্রবনতা নিয়ে ভীষন চিন্তিত!
Posted on: Tue, 09 Jul 2013 07:07:45 +0000

Trending Topics



ave decided to go fishing! Last time I went fishing I was

Recently Viewed Topics




© 2015