*** চলুন জেনি নি ফেসবুকে - TopicsExpress



          

*** চলুন জেনি নি ফেসবুকে নিরাপদ থাকতে আপনাকে যা যা করতে হবেঃ *কখনোই klout কিংবা এর মত কোন সার্ভিস ফেসবুক লগ ইন করে ব্যবহার করবেন না। কারণ সেখানে আপনার নিরাপত্তা বিগ্নিত হতে পারে, সুতরাং যেখানে নিরাপত্তা নেই সেখানে ব্যবহার অপ্রয়োজনীয়। *কখনোই পাবলিক ভাবে অপ্রয়জনে লোকেশন শেয়ার করবেন না, এতে চোর কিংবা অন্য কারোর অনুসরণে নিজের অজান্তেই পড়ে যেতে পারেন। *কখনোই নিজের ইমোশনাল বিষয় সমূহ পাবলিক ভাবে শেয়ার করবেন না এতে অনেকেই আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ব্ল্যাক মেইল করতে পারে। *কখনোই আপনার পারিবারিক ঠিকানা সম্পূর্ণ ফেসবুকে দিয়ে দিবেন না, কিংবা আপনার সকল মোবাইল নাম্বার এতে নানান সমস্যায় পড়তে পারেন। *ফেসবুক মোবাইল অ্যাপ ব্যবহারে সচেতন হউন কারণ এর মাধ্যমে আপনার একাউন্ট হ্যাক হতে পারে। *ব্যক্তিগত ছবি পাবলিক ভাবে শেয়ার করা থেকে বিরত থাকুন। কখনোই অপরিচিত দের থেকে পাঠানো বন্ধু রিকোয়েস্ট হুট হাট না দেখেই গ্রহণ করবেন না। এটি আপনার সমস্যার কারণ হতে পারে। *সব সময় ক্ষুদ্র কিংবা সহজ পাস ওয়ার্ড ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকবেন এবং আপনার পাস ওয়ার্ড অবশ্যই বড় এবং সংখ্যা ও শব্দের মিশেলে দিবেন।
Posted on: Tue, 19 Nov 2013 07:15:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015