ডিসেম্বর মাসে একটা - TopicsExpress



          

ডিসেম্বর মাসে একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম Lets Do Something Good উদ্দেশ্য ছিলো এলাকার কিছু অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করব।সেদিন ছিলো আমাদের বিতরণের দিন।বিকাল ৩ টা থেকে মাঠে নেমে পড়ি।আগে থেকেই কিছু লোক টার্গেটে ছিলো।যথা সময়ে তাদের কাছে গেলাম।এবং তাদের কথা আর অবস্থা দেখে আমি শূন্য নির্বাক। ৬৫+ বয়সের বিপুল অধিকারীর কাছে বাসার কথা যানতে চেয়ে পড়লাম লজ্জায়।তার বক্তব্যটা তুলে ধরলাম। বাবারে বাসা বাড়ী কিছুই নাই।সেই একাত্তরের সময় সব হারাইছি।তার পরে কত জন বলল বাসা বানায় দেবে জমি দেবে কেও দিলো নাহ।ছেলে পুলেরা কে কোথায় আছে তাও যানি নাহ।এই স্টেশনেই থাকি আমি আর আমার গিন্নি।ভিক্ষা করে যা আসে তাই খাই।এই একটা ছেড়া ধুতি আর একটা চাদর ছাড়া শীতের জন্য কিছুই নাই রে বাবা দাদার বয়সী লোকটা কলা বিক্রি করে রেল ক্রসিং এর পাশে বসে উনার থেকে যা শুনলামঃ না দাদু কেও নেই।ছেলে মেয়েরা আছে তারা তাদের মত।আমারে দেখার মত সময় কারো নেই।তোমার দাদীও অচল।পাশের বাড়ি এক জনের কাছে চাল ডাল দিয়ে আসি তারাই রান্না করে দেয়। সব থেকে অবাক হলাম বুড়ি মহিলাটার কথা শুনেঃ বাবারে আমারে ২টা দেওয়া যায় ? -আসলে আমাদের একটা করেই দিতে হবে। বাবারে তাইলে আমারে না দিইয়ে আরেক জনরে দেও।ওর অবস্থা খুব খারাপ।একটা শাড়ীও নেই বাড়তি। শূন্য কথা বলতে পারে নাহ। আমাদের এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।বয়স ৬৫ বা তারও বেশি হতে পারে।লোকটা সেই রকম রসিক।তো লোকটা একদিন বলে যে ছেলেরে পয়দা করতে যেয়ে তোর দাদির শাড়ী রক্তে ভিজলো সেই সেই ছেলে আমারে কয় খানকির ছেলে আমার বাসার থেকে নাম কথাটার মর্ম তখন বোঝার মত ক্ষমতা ছিলো নাহ।কিন্তু এখন বুঝি। আচ্ছা আমরা কোন সমাজে বাস করি ? যে সমাজের উচ্চ পদস্থ নেতারা সমাজ সেবার নাম করে গাদা গাদা টাকা নিয়ে নিজের আখের গোছায় , যে সমাজে বৃদ্ধ লোক তার সন্তান্দের কাছ থেকে ঝাটা লাথি খেয়ে রাস্তায় ভিক্ষা করে , যে সমাজে প্রকৃত মুক্তি যোদ্ধারা স্টেশনে কুলির কাজ করে ? হ্যা আমরা সেই সমাজেই বাস করি আর বুক ফুলিয়ে বলি ইয়াপ ব্রো আই এম ফাইন।। তোর ফাইনের মারে চুদি।খানকির পোলারা,যখন ফার্স্ট ফুডে যেয়ে গার্ল ফ্রেন্ডের সাথে ডেট করিস তখন তোর অনেক টাকা থাকে আর ফার্স্ট ফুড থেকে বের হওয়ার পর ভিক্ষুককে দেখে চাচি মাফ করেন তো নাইলে খুচরা নাই...হুদাই পার্ট... যতক্ষণ না পর্যন্ত নিজের মানষিকিতা চেঞ্জ করতে পারবেন না ততোক্ষণ দেশ ডিজিটাল হবে কিন্তু আপনি ডিজিটাল নাহ একটা আচোদাই থেকে যাচ্ছেন। ♥ Change Yourself, The Country Will change Automatically ♥
Posted on: Tue, 06 Jan 2015 15:21:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015