বিএনপিকে - TopicsExpress



          

বিএনপিকে ছাড়াই নির্বাচনে যাবেন এরশাদ বিএনপি না এলেও নির্বাচনে যাবেন এরশাদ। তবে নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি চান এরশাদ। এমনই খবর বেরিয়েছে এরশাদের জাতীয় পার্টির সূত্রের বরাত দিয়ে। শনিবার রাতে এ খবরটি আবার টক অব দ্যা কান্ট্রিতে পরিণ ত হয়েছে। নির্ভরযোগ্য সেই সূত্রটি জানিয়েছে, বিএনপি-জামায়াত না এলে জাতীয় পার্টির নির্বাচনে আরো লাভ। ভোট ব্যাংক তখন তাদের দিকেই ঝুঁকবে। কারণ, মানুষ আর আওয়ামী লীগকে চায় না। তবে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে এরশাদ। সে জন্য এখনো ঠিক করতে পারছেন না তার দিক। এ ব্যাপারে বিদেশীদের হস্তক্ষেপ চান এরশাদ। তিনি চান, তৃতীয় কোন পক্ষের হস্তক্ষেপে হলেও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা, তাহলে বিএনপিকে ছা ড়াই নির্বাচনে যাবেন তিনি। তবে এরশাদ আবার শনিবার দিনভর বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাব েন না। গেলে তাকে মানুষ বেঈমান বলবে। কিন্তু রাতেই সিদ্ধান্ত বদল! নেতারা মনে করছেন এরশাদ নির্বাচনে যাবেন। তবে কী হতে যাচ্ছে। এরশাদ কার দিকে মুখ ফেরান, সেটাই এখন দেখার বিষয়।
Posted on: Sun, 17 Nov 2013 01:10:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015