মালালা যদি শান্তিতে - TopicsExpress



          

মালালা যদি শান্তিতে নোবেল পুরস্কার পায় তবে সানি লিয়নকেও শান্তিতে নোবেল পুরস্কার দেয়া উচিৎ। দুনিয়ার বেশিরভাগ মানুষ যদি পুরুষ হয় তাহলে বলতে হয় দুনিয়ার বেশিরভাগ মানুষকে শান্তি দেয়ার চেষ্টা করেছে সানি লিয়ন। আর এদিকে মালালা পাকিস্তান নামক একটা অপদার্থ, অযোগ্য; অকার্যকর দেশের অধিবাসী হয়ে নারী শিক্ষার পক্ষে বলতে গিয়ে একটা গুলি খেয়ে কি শান্তির জন্য কি ঘোড়ার ঘাসটা কাটলো বুঝলাম না যেখানে পাকিস্তানে দিনে দুপুরে গোলাগুলি পুরা ডালভাত ব্যাপার স্যাপার। চিন্তা করতে করতে আমি স্পীকার হয়ে যাচ্ছি। Courtesy by : ফখরুল ইসলাম বিপু
Posted on: Sun, 06 Oct 2013 14:24:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015