শীত গ্রীষ্ম কেন হয় এ - TopicsExpress



          

শীত গ্রীষ্ম কেন হয় এ বিষয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ভুল শেখানো হচ্ছে । কিনতু আপনারা জেনে অবাক হবেন যে ১৪০০ বছর আগে আমাদের ফ্রানফিয় নবি হযরত মুহাম্মদ (স:) শীত গ্রীষ্ম হবার বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করে গেছেন যা নিচের হাদিস থেকে স্পষ্ট : আবু হোরায়রা হইতে বর্ণিত, তিনি বলেন, হুযুর বলিয়াছেন, দোজখ তাহার প্রভুর কাছে অভিযোগ করে এবং বলে, হে মাবুদ! আমার এক অংশ অপর অংশকে খাইয়া ফেলিয়াছে । তখন আল্লাহ তালা তাহাকে দুইটি নি:শ্বাস ছাড়িবার অনুমতি দেন । একটি নি:শ্বাস ছাড়িবার অনুমতি দেন শীতকালে ও অপরটি গ্রীষ্মকালে । সুতরাং তোমরা যে শীতের তীব্রতা ও গ্রীষ্মের প্রচন্ডতা অনুভব করা তাহা ঐ নি:শ্বাসের ফল। সহি বুখারী, বই-৫৪, হাদিস-৪৮২ ইতিমধ্যে জানা গেছে নুবেল প্রাইজ থেকে বঞ্চিত ইসলামী বিজ্ঞানী ডা. জাকির নায়িক হাদিসটি নিয়ে এক দীর্ঘ গবেষণায় মনোনিবেশ করেছেন । তিনি অবাক হয়ে বলেন চুদ্দুশু বছর আগে কিভাবে একজন বেদুইন যার কোন প্রতিষ্ঠানিক শিক্ষা ছিল না এরকম তথ্যবহুল জিনিস আবিষ্কার করেছেন যা এখন পযর্ন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নি ।
Posted on: Fri, 20 Sep 2013 09:48:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015