সাধারণ জ্ঞান( - TopicsExpress



          

সাধারণ জ্ঞান( আন্তর্জাতিক): বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত প্রশ্নঃ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? ক. সনোরা লাইন খ. ম্যাকনামারা লাইন গ. ডুরাল্ড লাইন ঘ. হিন্ডার বার্গ লাইন উত্তরঃ ক প্রশ্নঃ ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ক. চীন ও রাশিয়া খ. চীন ও ভারত গ. ভারত ও পাকিস্তান ঘ. পাকিস্তান ও আফগানিস্তান উত্তরঃ খ প্রশ্নঃ ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ক. ম্যাকমোহন লাইন খ. ডুরাল্ড লাইন গ. রেডলাইন ঘ. র্যাডক্লিফ লাইন উত্তরঃ ক প্রশ্নঃ Line of control is situated between which two countries?/লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? ক. ইসরাইল ও জর্ডান(Israel and Jordan) খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া(South Korea and North Korea) গ. চীন ও তাইওয়ান(China and Taiwan) ঘ. ভারত ও পাকিস্তান(India and Pakistan) উত্তরঃ ঘ প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা-- ক. ম্যাকমোহন লাইন খ. ডুরাল্ড লাইন গ. ম্যানারহেইম লাইন ঘ. র্যাডক্লিফ লাইন উত্তরঃ ঘ প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-- ক. র্যাডক্লিফ লাইন খ. ম্যাকমোহন লাইন গ. ডুরাল্ড লাইন ঘ. ম্যানারহেইম লাইন উত্তরঃ ক প্রশ্নঃ পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি? ক. ডুরাল্ড লাইন খ. তালেবান লাইন গ. ম্যাকমোহন লাইন ঘ. র্যাডক্লিফ লাইন উত্তরঃ ক প্রশ্নঃ ডুরাল্ড লাইন কি? ক. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা খ. ভারত ও চীনের মধ্যকার সীমারেখা গ. ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা ঘ. উপরের সবগুলোই উত্তরঃ ক প্রশ্নঃ ওয়ালেস-এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা? ক. এশিয়া ও অস্ট্রেলিয়া খ. আফ্রিকা ও মাদাগাস্কার গ. ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়া ঘ. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা উত্তরঃ ঘ প্রশ্নঃ জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি? ক. ডুরাল্ড লাইন খ. ম্যাজিনো লাইন গ. হিল্ডারবার্গ লাইন ঘ. ম্যাকমোহন লাইন উত্তরঃ খ প্রশ্নঃ ওডার নীচ নদী--- ক. পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক খ. পশ্চিম জার্মানি ও চেকোশ্লাভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক গ. পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ঘ. সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক উত্তরঃ ক প্রশ্নঃ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি? ক. ডুরাল্ড লাইন খ. ৩৮তম অক্ষরেখা গ. ম্যাজিনো লাইন ঘ. ম্যাকমোহন লাইন উত্তরঃ খ প্রশ্নঃ কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে? ক. ১০° খ. ১৭° গ. ৩৮° ঘ. ৩৩° উত্তরঃ গ প্রশ্নঃ সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল? ক. ৩৮° সমান্তরাল খ. ১৭° সমান্তরাল গ. ২৩° সমান্তরাল ঘ. ১৮° সমান্তরাল উত্তরঃ খ প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? ক. কাস্পিয়ান সাগর খ. সুপিরিয়র হ্রদ গ. ভিক্টোরিয়া হ্রদ ঘ. ইরি হ্রদ উত্তরঃ ক প্রশ্নঃ কোনটি ভূবেস্টিত সাগর? ক. মর্মর সাগর খ. কৃষ্ণসাগর গ. কাস্পিয়ান সাগর ঘ. ভূমধ্যসাগর উত্তরঃ গ প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? ক. আফ্রিকা খ. উত্তর আমেরিকা গ. এশিয়া ঘ. অস্ট্রেলিয়া উত্তরঃ গ প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? ক. কাস্পিয়ান খ. বৈকাল গ. পীত সাগর ঘ. মান্নার উপসাগর উত্তরঃ ক প্রশ্নঃ Which is the deepest lake in the world?/পৃথিবীর গভীর হ্রদ কোনটি? ক. Lake Superior খ. Lake Baikal গ. Lake Huron ঘ. Lake Malawi ঙ. None of these উত্তরঃ খ প্রশ্নঃ সুপিরিয়র, মিসিগান, হুরন, ইরি, অন্টারিও- এই পাঁচটি হ্রদকে একত্রে কি বলে? ক. ফাইভ লেকস খ. গ্রেট লেকস গ. স্ল্যাভ লেক্স ঘ. ইউনিপেগ উত্তরঃ খ প্রশ্নঃ আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? ক. তাঞ্জানিয়া খ. রুডলক গ. আলবার্টন ঘ. ভিক্টোরিয়া উত্তরঃ ঘ প্রশ্নঃ নিম্নে উল্লেখিত কোন হ্রদটি তানজানিয়া ও উগান্ডার আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত? ক. চাঁদ খ. মালওয়ি গ. ভিক্টোরিয়া ঘ. জামবেজি উত্তরঃ গ প্রশ্নঃ পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে? ক. বাল্টিক খ. লোহিত গ. মৃত ঘ. আড্রিয়াটিক উত্তরঃ গ প্রশ্নঃ Dead Sea কোথায় অবস্থিত? ক. Egypt এবং Jordan এর মধ্যে অবস্থিত খ. Israil এবং Jordan এর মধ্যে অবস্থিত গ. Iraq এবং Jordan এর মধ্যে অবস্থিত ঘ. Iraq এবং Turkey এর মধ্যে অবস্থিত উত্তরঃ খ প্রশ্নঃ The waterway separating India and Sri Lanka is--/ ভারতকে শ্রীলঙ্কা হতে পৃথক করেছে কোন পানিপথ? ক. Strait of Gibralter খ. Suez Canal গ. Palk Strait ঘ. St. Georges Channal উত্তরঃ গ প্রশ্নঃ শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী? ক. বেরিং খ. মালাক্কা গ. মান্নার ঘ. পক উত্তরঃ ঘ প্রশ্নঃ পক প্রণলী সংযুক্ত করেছে? ক. আটলান্টিক ভূমধ্যসাগর খ. বঙ্গোপসাগর-জাভা সাগর গ. ভারত মহাসাগর-জাভা সাগর ঘ. ভারত মহাসাগর-আরব সাগর উত্তরঃ ঘ প্রশ্নঃ পক প্রণলী সংযুক্ত করেছে... ক. পূর্ব চীন সাগর ও জাপান সাগরকে খ. ভারত মহাসাগর ও জাভা সাগরকে গ. উত্তর সাগর ও বেরিং সাগরকে ঘ. বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই। প্রশ্নঃ ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ক. হরমুজ খ. জিব্রাল্টার গ. দার্দানেলিস ঘ. বসফরাস উত্তরঃ খ প্রশ্নঃ কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? ক. মালাক্কা খ. জিব্রাল্টার গ. পক ঘ. পানামা উত্তরঃ খ প্রশ্নঃ আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করেছে? ক. জিব্রাল্টার প্রণালী খ. সান্দা প্রণালী গ. ফ্লোরিডা প্রণালী ঘ. পক প্রণালী উত্তরঃ ক প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? ক. পর্তুগাল ও মরক্কো খ. মৌরিতানিয়া ও স্পেন গ. আলবেনিয়া ও স্পেন ঘ. মরক্কো ও স্পেন উত্তরঃ ঘ প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে? ক. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর খ. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর গ. মর্মর সাগর ও কৃষ্ণ সাগর ঘ. লোহিত সাগর ও আরব সাগর উত্তরঃ ক প্রশ্নঃ আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? ক. ফ্লোরিডা খ. পক গ. জিব্রাল্টার ঘ. বেরিং উত্তরঃ ঘ প্রশ্নঃ বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে-- ক. আফ্রিকা ও রাশিয়া খ. এশিয়া ও ইউরোপ গ. আমেরিকা ও এশিয়া ঘ. আফ্রিকা ও ইউরোপ উত্তরঃ গ প্রশ্নঃ এর মধ্যে কোন দেশ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে কাছে? ক. গ্রিনল্যান্ড খ. রাশিয়া গ. গুয়েতেমালা ঘ. ভেনিজুয়েলা উত্তরঃ খ প্রশ্নঃ হরমুজ প্রণলী সংযুক্ত করেছে? ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর খ. ওমান উপসাগর ও পারস্য উপসাগর গ. জিব্রাল্টার ও লোহিত সাগর ঘ. জাপান সাগর ও ভূমধ্যসাগর উত্তরঃ খ প্রশ্নঃ ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে? ক. উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে খ. আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর গ. ভারত মহাসাগর ও ভূমধ্য মহাসাগরকে ঘ. ভূমধ্য মহাসাগর ও লোহিত সাগরকে উত্তরঃ ক
Posted on: Tue, 19 Aug 2014 17:57:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015