@ ১২তম বিসিএস পরীক্ষার - TopicsExpress



          

@ ১২তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সামধান উত্তর ভুল মনে হলে নিচে মন্তব্য করুন । ১. Who is the greatest modern English Dramatist? ক. Verginia Woolf খ. George Bernard Shaw গ. P. B. Shelley ঘ. S. T. Coleridge উত্তর : খ. George Bernard Shaw ২ . Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature? ক. James Baker খ. Dr. Kissinger গ. Bertrand Russell ঘ. Lenin উত্তর : গ. Bertrand Russell ৩. Who is the author of A Farewell to Arms? ক. T. S. Eliot খ. John Milton গ. Plato ঘ. Ernest Hemingway উত্তর : ঘ. Ernest Hemingway ৪. Who is the most famous satirist in English literature? ক. Alexander Pope খ. Jonathan Swifts গ. William Wordsworth ঘ. Butler উত্তর : খ. Jonathan Swifts ৫. What is the synonym of Delude? ক. Demand খ. Permit গ. Aggravate ঘ. Deceive উত্তর : ঘ. Deceive ৬. what is the noun of the Word Waste? ক. Waste খ. Wasting গ. Wastage ঘ. Wasteful উত্তর : গ. Wastage ৭. What is the antonym of Queer? ক. Integrated খ. Orderly গ. Abnormal ঘ. Odd উত্তর : খ. Orderly ৮. What is the adjective of the word Heart? ক. Heart খ. Hearten গ. Heartening ঘ. Heartful উত্তর : গ. Heartening ৯. What is the verb of the word Shortly? ক. Short খ. Shorter গ. Shorten ঘ. Shortness উত্তর : গ. Shorten ১০. Choose the correct sentence: ক. Let he and you be witnesses খ. Let you and him be witnesses গ. Let you and he be witnesses ঘ. Let you and he be witness উত্তর : খ. Let you and him be witnesses ১১. Choose the correct sentence: ক. The matter was informed to the police খ. The matter has informed to to the police গ. The police was informed of the matter ঘ. The police were informed of the matter উত্তর : ঘ. The police were informed of the matter ১২. Who, which, what are: ক. Demonstrative pronoun খ. Relative pronoun গ. Reflexive pronoun ঘ. Indefinite pronoun উত্তর : খ. Relative pronoun ১৩. Choose the correct one: ক. Mispel খ. Misspell গ. Mispell ঘ. Misspel উত্তর : খ. Misspell ১৪. Fill in the blanks :What is the time ---------- your watch? ক. by খ. in গ. at ঘ. with উত্তর : ক. by ১৫. Fill in the blinks: “Give my ___to him”. ক. Warm compliment খ. Compliments গ. Best compliment ঘ. Heartiest compliment উত্তর : খ. Compliments ১৬. “Caesar and Cleopatra” is- ক. A tragedy by Shakespeare খ. A play by G. B. Shaw গ. A poem by Lord Byron ঘ. A novel by S.T. Coleridge উত্তর : খ. A play by G. B. Shaw ১৭. রূপসী বাংলার কবি- ক. জসীমউদ্দীন খ. জীবনানন্দ দাশ গ. কালিদাস রায় ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত উত্তর : খ. জীবনানন্দ দাশ ১৮. ‘বটতলার পুঁথি’ বলতে বুঝায়- ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডলিপি খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য উত্তর : গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য ১৯. এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;- ক.অউক্ত খ.অব্যক্ত গ.অনুক্ত ঘ.ব্যক্ত উত্তর : গ.অনুক্ত ২০. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত- ক. রাম বসু এবং ভোলা ময়রা খ. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় গ. সাবিরিদ খান এবং দশরথী রায় ঘ. আলাওল এবং ভারতচন্দ্র উত্তর : খ. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় ২১. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ক. ঠগী খ. পানাস গ. পাঠক ঘ. সেলামী উত্তর : গ. পাঠক ২২. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক? ক. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম খ. বক ধার্মিক; বিড়াল তপস্বী গ. রুই-কাতলা; কেউ কেটা ঘ. বক ধার্মিক; ভিজে বেড়াল উত্তর : খ. বক ধার্মিক; বিড়াল তপস্বী ২৩. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা- ক. নাটক খ. ছোটগল্প গ. প্রবন্ধ ঘ. গীতিকবিতা উত্তর : ঘ. গীতিকবিতা ২৪. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য- ক. ইউসুফ জুলেখা খ. রাসুল বিজয় গ. নুরনামা ঘ. শবে মেরাজ উত্তর : ক. ইউসুফ জুলেখা ২৫. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে- ক. চাকু, চাকর খ. খদ্দর, হরতাল গ. চা, চিনি ঘ. রিক্সা, রেস্তোরাঁ উত্তর : গ. চা, চিনি ২৬. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত- ক. ভাষাতত্ত্ববিদ খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা গ. ইসলাম প্রচারক ঘ. সমাজ সংস্কারক উত্তর : ক. ভাষাতত্ত্ববিদ ২৭. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়- ক. বিভক্তি খ. ধাতু গ. প্রত্যয় ঘ. কৃৎ উত্তর : খ. ধাতু ২৮. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা? ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. মধুসূদন দত্ত গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় উত্তর : ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ২৯. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন - ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন খ. বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন উত্তর : গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন ৩০. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক. নিখুঁত খ. আনমনা গ. অবহেলা ঘ. নিমরাজি উত্তর : ঘ. নিমরাজি ৩১. কোন বানানটি শুদ্ধ? ক. পাষাণ খ. পাষান গ. পাসান ঘ. পাশান উত্তর : ক. পাষাণ ৩২. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি- ক. শাহ্ মোহাম্মদ সগীর খ. সাবিরিদ খান গ. শেখ ফয়জুল্লাহ ঘ. মুহম্মদ করীর উত্তর : ক. শাহ্ মোহাম্মদ সগীর # ধারাবাহিকভাবে দেওয়া হবে । শেয়ার করুন । #Mosaraf
Posted on: Sat, 22 Nov 2014 04:13:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015