(1)কুরআনে আল্লাহ্ (الله) - TopicsExpress



          

(1)কুরআনে আল্লাহ্ (الله) শব্দটি ২৫৮৪ বার আছে। (সুবহানাল্লাহ) (2) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা। (3) মশার দাঁত আছে।(৪৭টি অর্থাত্‍ আপনার আমার চেয়ে বেশি) (4) দানব স্কুইডের (giant squid) চোখ সবচেয়ে বড়। (5) এডিসন (Thomas Edison) ছিলেন লাইট বাল্বের আবিস্কারক। তিনি অন্ধকার ভয় পেতেন। (6) ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়। (7) বিড়াল ১০০ এর বেশি ভিন্ন রকম শব্দ করতে পারে, যেখানে কুকুর পারে প্রায় ১০ রকম শব্দ করতে। (8) ৯ বছর বয়সে আইনস্টাইন অনরগল/সাবলীল ভাবে কথা বলতে পারতেন না, তখন তার বাবা মা তাকে প্রতিবন্ধী ভেবেছিলেন।
Posted on: Fri, 12 Jul 2013 08:23:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015