বিশ্বে বিশাল আকারের - TopicsExpress



          

বিশ্বে বিশাল আকারের ভবন নির্মাণ অনেকটাই নিত্য বিষয় হয়েগেছে, পৃথিবীর জনসংখ্যা অনুপাতে ভূমির সংখ্যা হ্রাস পাচ্ছে ফলে সারা বিশ্বে সবাই চাইছে ভূমির সর্বোচ্চো ব্যবহার! সেই চিন্তা থেকে দিনে দিনে গড়ে উঠছ উচ্চতার ভবন, কিন্তু এতোসব ভবনের মাঝে সবচেয়ে বড় ভবন কোনটি কিংবা প্রথম ১০টি ভবনই বা কি কি? চলুন জেনে নিই। ১। Burj Khalifa: Burj Khalifa সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, এটি লম্বায় ২৭১৭ ফুট এটি তৈরি করা হয়েছে ২০১০ সালে এতে রয়েছে ১৬৩ ফ্লোর। হোটেল সহ বিশাল এই ভবন ব্যবহার হয় বিভিন্ন কাজে। ৪জন স্থপতি মিলে এই আকাশসম ভবন তৈরি করেছেন। Burj Khalifa এর স্থপতিদের নাম হচ্ছে Adrian Smith, William F. Baker , George J. Efstathiou ও Marshall Strabala । ২। Taipei 101 : একে সাধারণত বলা হয় তাইপি বিশ্ব বাণিজ্য সেন্টার। চীনের তাইপি অঞ্চলে এই আকাশ সম ভবন তাইপিকে পৃথিবীর বুকে অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছে। এর উচ্চতা ২৬৭১ ফুট এবং এতে ১০১ টি ফ্লোর রয়েছে। এটি জনগণের জন্য উম্মুক্ত করে দেয়া হয় ২০০৪ সালে। এই বিশাল ভবনের স্থপতি হচ্ছেন C. Y. Lee। ৩। Shanghai World Financial Center : সাংহাই ওয়ার্ল্ড ফাইনেন্সিয়াল সেন্টার চীনের সাংহাই প্রদেশের Pudong জেলায় অবস্থিত। এর উচ্চতা ১৬১৪ ফুট এবং এতে রয়েছে ১০১ ফ্লোর। ১৯৯৭ সালে এই ভবন নির্মাণ করা হয় এর স্থপতির নাম William Pedersen । ৪। International Commerce Centre : এই ভবন টিও চীনে অবস্থিত এর উচ্চতা ১৫৮৪ ফুট এবং এতে রয়েছে ১১৮ ফ্লোর! এটি পৃথিবীর চতুর্থ সর্ব বৃহৎ ভবনের মর্যাদায় আসীন। এই ভবন নির্মাণ করেছেন Kohn Pedersen Fox Associates নামের প্রতিষ্ঠান। এটি ২০১০ সালে তৈরি করা হয়েছিল। ৫। Petronas Towers : এটি উচ্চতার দিক দিয়ে পৃথিবীর সর্বোচ্চো ভবনের মাঝে পঞ্চম। এর উচ্চতা ১৪৮৩ ফুট এবং এতে রয়েছে ৮৮ টি ফ্লোর। এটি মালয়েশিয়ার কুয়ালালাম পুরে অবস্থিত। এটি তৈরি করেছে César Pelli । ৬। Nanjing Greenland Financial Center: এই টাওয়ার টি চীনে অবস্থিত এর উচ্চতা ১৪৭১ ফুট এবং এতে রয়েছে ৮৯ টি ফ্লোর। এটি ষষ্ট স্থানে অবস্থান করছে। এটি তৈরি করেছে Adrian Smith নামের স্থপতি। ৭। Willis Tower : আমেরিকার সিকাগোতে অবস্থিত উইলস টাওয়ার উচ্চতার দিক দিয়ে সপ্তম স্থানে অবস্থিত এর উচ্চতা ১৪৫১ ফুট এবং এতে রয়েছে ১০৮ টি ফ্লোর। এটি তৈরি করেছেন Fazlur Khan ও Bruce Graham । হ্যাঁ আমাদের বাংলাদেশের স্থপতি ফজলুর খানের ডিজাইনেই এই টাওয়ার নির্মিত অবাক হচ্ছেন? ৮। Guangzhou West Tower : এটি উচ্চতায় ১৪৪৪ ফুট এবং এতে রয়েছে ১০৩ টি ফ্লোর এটি নির্মাণ কাল ২০০৫ সাল। এটি তৈরি করেছেন Wilkinson Eyre Architects নামের প্রতিষ্ঠান। এটিও চীনে অবস্থিত। ৯। Trump International Hotel and Tower : এটি আমেরিকার সিকাগোতে অবস্থিত, এর উচ্চতা ১৩৯৮ ফুট এবং এতে রয়েছে ৬৯ টি ফ্লোর, এটির নির্মাণ কাল ২০০৯ সাল। এটি তৈরি করেছেন Adrian Smith, Skidmore ও Owings and Merrill এই তিনজন স্থপতি মিলে। ১০। Jin Mao Tower : এই টাওয়ার চীনে অবস্থিত এবং এর উচ্চতা ১৩৮০ ফুট এতে রয়েছে ৮৮ টি ফ্লোর, এই টাওয়ার পৃথিবীর সর্বোচ্চো ভবনের মাঝে দশম অবস্থানে রয়েছে। এটি তৈরি হয়েছিল ১৯৯৯ সালে এবং এর ডিজাইন করেছেন স্থপতি Adrian Smith । এবার চলুন এক নজরে সকল টাওয়ারের বিষয়ে জেনে নিইঃ অবস্থান নাম অবস্থান উচ্চতা ১ Burj Khalifa Dubai, UAE ৮২৮ ২. Taipei 101 Taipei, Taiwan ৫০৯ ৩. Shanghai World Financial Center Shanghai, China ৪৯২ ৪. International Commerce Centre Kowloon, Hong Kong ৪৮৩ ৫. Petronas Towers Kuala Lumpur, Malaysia ৪৫২ ৬. Nanjing Greenland Financial Center Nanjing, China ৪৫০ ৭. Willis Tower Chicago, USA ৪৪২ ৮. Guangzhou West Tower Guangzhou, China ৪৪০ ৯. Trump International Hotel and Tower Chicago, USA ৪২৩ ১০. Jin Mao Tower Shanghai, China ৪২১ সূত্রঃ sciencekids
Posted on: Thu, 13 Nov 2014 11:40:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015