১। সুন্দরবন গিয়ে মনে - TopicsExpress



          

১। সুন্দরবন গিয়ে মনে হয়েছিল ঢাকায় শান্তি ফেলে এসেছি, কিন্তু ঢাকায় ফিরার পর বুঝলাম যে সুখ,শান্তি,ভালো লাগা- সব-ই ভুলে রেখে এসেছি সেই সুন্দর ভূমি তে... ২। অজস্র দুর্ভোগ, কষ্ট, অশান্তি সহ্য করার পর যা পেয়েছি, তার মূল্য অতুলনীয়... ৩। ইভি, মুন,নীলা,সানজানা,বরি- এরা তো আমার পাশেই আছে,থাকবে, না থেকেও পাশে ছিল সবসময় ভিসি, সবসময়েই ভেবেছি যে ভিসি থাকলে কত মজা হত, আর ওই বাকি ৫ জন না থাকলে কি সর্বনাশ হত! ৪। অনেক গুলো প্রাপ্তির মধ্যে অন্যতম হল- আওলাদ,তানভির, জয়,লিমন, রিদম, এবং রাকসাইন দাদা... আমি নিজেও ভাবি নি যে ঢাকায় ফিরে এদের এত্ত মনে পড়বে... অসাধারন সঙ্গ... ৫। শ্রদ্ধেয় আরিফ স্যার কে কখনো মুখে বলতে পারব না যে তিনি কতটা ভালো মানুষ... একটু বেশি-ই ভালো... ৬।আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আমার street law trainer দের কাছে, যাদের কাছ থেকে এত্ত কিছু শিখেছি যে এখন কোনো দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর মত বল পাই। সায়েম ভাই,রোকেয়া আপু, অর্পিতা আপু,রাইসিন আপু, মাসুম স্যার, মিশু আপু- আপনাদের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী... ৭।সব শেষে একজন মানুষের কথা আবার বিশেষ ভাবে বলতে চাই- সায়েম ভাই, আপনি সবসময়য়েই পাশে পাই আমরা, সেটা ম্যুট হোক কি প্রতিদিনের আইন।we are blessed to have your blessings…
Posted on: Sun, 07 Jul 2013 15:50:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015