আইসিসি টি টোয়েন্টি - TopicsExpress



          

আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশে কয়দিন বেশ হুল্লোড় হয়েছিল।থিম সং নিয়ে ফ্ল্যাশ মব নিয়ে বেশ একটা আয়োজন।অনেকেই এর পক্ষে ছিলেন,অনেকেই বিপক্ষে।অনেকে এতে বিশ্বায়নের ধোয়া তুলে ঢেকুর দিয়েছেন তৃপ্তির।অনেকের অভিমত ছিল ,আরে এটা বিশ্বকাপ।এখানে বৈশ্বিক ঐতিহ্য তুলে ধরতে হবে,এটাই নিয়ম। আমরা বাংগালীরা দেশকে একটু বেশী ভালোবাসি।অনেক যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিতো।তাই হয়তো বা।আমাদের চলাফেরায়,পোশাকে,ভাষায়,সম্মানে,খেলাধুলায় দেশপ্রেমের আগ্নেয়গিরি উদগিরণ হয়।ভাষা প্রেমে আমরা স্প্যানিশ কিংবা ফরাসী দের চেয়ে বেশী এগিয়ে,পোশাকে আমরা ভূটানিদের কাছে উদাহরণ,দেশপ্রেমে আমরা পাশের ভারতকে পেছনে ফেলেছি হাজার বছর আগে।খুশী হলেন নাকি?খুশী হয়েন না।আমি ঠিক উল্টোটা বলেছি,যেটা ঘটে না সেটা। ISL-indian super league কোটি কোটি টাকা অর্থলগ্নি করে,বিদেশের নামী দামী ফুটবলার এনে যদিওবা তারা ফুটবলের নামে সার্কাস করছে,কিন্তু আমাদের অনন্ত জলিলের মত হাস্যরসের খোড়াক হচ্ছে না নিজ জনগণের কাছে।জনগণ জানে,ওদের সীমাবদ্ধতা,ওরা গর্ব করে ওদের যা আছে,যা করছে তা-ই নিয়ে।থিম সংটা দেখেছেন?দেখা উচিত।নিজ দেশের প্রতি নিখাদ সম্মান থাকলে এভাবে দেশকে প্রমোট করা যায়।ওদের ভিডিওটার ক্যারাক্টারগুলাকে খেয়াল করেন।ওদের মুখের যে হাসি,সেটাকে কতটা নিখাদ ভাবে ফুটায় তুলছে।আর আমরা ট্রাফিক পুলিশকে জোকারের মত নাচাই!কি দেশপ্রেম আমাদের। মার্চ-ডিসেম্বরের মৌসুমী বুলি কপচানো মানূষগুলোর কাছে দাবী,দেশকে ভালো না বেসে,আগে সম্মান করতে শিখুন।দেশ আপনার কাছে ভালোবাসা নামের করুণা চায় না,আপনি দেশের কাছে দায়বদ্ধ।দেশকে সম্মান করুন,দেশের মানুষকে সম্মান করুন। https://youtube/watch?v=TokACKmi7s4
Posted on: Wed, 03 Dec 2014 05:27:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015